রবীন্দ্রনাথ সুইসাইড করতেন! হিরো আলমের নতুন রবীন্দ্রসংগীতের ভিডিও ঘিরে তীব্র কটাক্ষ নেটপাড়ায়

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শীর্ষে থাকে আরেক জনপ্রিয় নাম। বাংলাদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। হিরো আলম সর্বদাই সোশ্যাল মিডিয়ায় একজন চর্চিত অভিনেতা। তার গান, ভিডিও

Desk

hero alam trolled on social media for sang rabindrasangeet

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শীর্ষে থাকে আরেক জনপ্রিয় নাম। বাংলাদেশের অভিনেতা হিরো আলম (Hero Alam)। হিরো আলম সর্বদাই সোশ্যাল মিডিয়ায় একজন চর্চিত অভিনেতা। তার গান, ভিডিও এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতেই থাকে। কিছুদিন আগেও ভুবন বাদ্যকরের সাথে একসাথে গান গেয়ে শিরোনাম হয়েছিলেন তিনি। এবার আবার নিজের গানের কারণেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তার তীব্র সমালোচনা করেছে। সাথে কিছু বিরূপ মন্তব্যও দেখা গেল তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পাতায়।

সম্প্রতি, হিরো আলমের (Hero Alam) গাওয়া একটি রবীন্দ্রসংগীত (Rabindra sangeet) সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। কারণ তার গলায় রবীন্দ্রসংগীতের সুর শুনে ভিরমি খাচ্ছেন শ্রোতারা। হিরো আলম যদিও সোশ্যাল মিডিয়ায় বহুবার বলেছেন তিনি নিজের ইচ্ছা থেকেই গান, অভিনয়, পরিচালনা এগুলি করেন। তার জন্য তিনি সুদক্ষ নন। তার ভালো লাগে তাই তিনি এগুলো করার চেষ্টা করেন। সবটাই মানুষের বিনোদনের জন্য। তাই তার গানের প্রতিক্রিয়া স্বরূপ শ্রোতারা হাজারো কটাক্ষ করলেও তিনি কখনো পিছিয়ে যাননি। বরং নতুন নতুন প্রচেষ্টা চালিয়ে গেছেন।

হিরো আলমের গান (Hero Alam Song)

তবে এবার যেন একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেলো। তার গলায় শোনা গেলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) বিখ্যাত গান ‘আমার পরান যাহা চায়’। ব্যাস আর দেখে কে ? তার এই গান সোশ্যাল মিডিয়ায় (Social Media) আপলোড হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে। নেটিজেনরা তার ভিডিয়োয় নানান বিরূপ মন্তব্যে ভরিয়ে তোলেন। সকলে ছি ছি করতে থাকেন। রাগে ক্ষোভে ফেটে পরে তার ভিডিয়োর কমেন্ট বক্স।

হিরো আলম তার ভিডিয়োয় জানিয়েছেন। সকলের মতো রবীন্দ্রসংগীত গাওয়া তারও অধিকারের মধ্যে পরে। তিনি রবীন্দ্রসংগীত ভালোবাসেন তাই গানটি গেয়েছেন আর নিজের দর্শকদের উপহার দিয়েছেন। তিনি গানের জন্য দর্শকের কাছে গানের ভুল ত্রূটি মার্জনা করার প্রার্থনাও করেছেন। তবে তার গানের প্রতিক্রিয়ায় একজন জানিয়েছেন হিরো আলম গানটার ধর্ষণ করে দিয়েছেন, আবার একজন বলেছেন রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, তিনি এই গান শুনেই সুইসাইড করতেন।

× close ad