জি বাংলার দুটি নন ফিকশন শো হল, দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘর। এই দুটি শো এক নয় দুই নয়, বিগত অনেক বছর ধরে চলে আসছে। সকল দর্শকরা এই শোয়ের পরম ভক্ত। একদিন মিস গেলে খুবই আফশোস হয়, যাহ্ দেখা হল না! এরকম একটা বিষ্ময় জাগে। তাই বিকাল বেলা চায়ের কাপ হাতে এই শো দেখা চায়।
দিদি নাম্বার ওয়ান যেমন রচনা ব্যানার্জি ছাড়া চলেনা, তেমনই রান্নাঘর সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) ছাড়া চলেনা। কিন্তু এই যে রান্নাঘর যে সুদীপা চ্যাটার্জী ছাড়া চলেনা, এই তকমাটা এবার বদলাতে চলেছে। অনুরাগীরা আর চাইছেননা, সঞ্চালক হিসেবে আর সুদীপা চ্যাটার্জী থাকুক। এতটাই মানুষ তাঁর প্রতি তিতিবিরক্ত হয়ে উঠেছে। কিন্তু কেন?
সম্প্রতি সুদীপা চ্যাটার্জী সুইগি ডেলিভারি বয়দের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “ফোন না করে কি গন্তব্যে পৌঁছতে পারেন না ডেলিভারি বয়-রা?.. আমি কি দারোয়ান যে গেট খুলবো?” এই মন্তব্যের পরেই শুরু হয় সমালোচনা। সবাই তাঁকে অহংকারী, অভদ্র বলে কটাক্ষ করতে থাকে । তার জেরে তিনি পোস্টটি ডিলিট করে দেন। কিন্তু ইতিমধ্যেই সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। শ্রীলেখা মিত্র থেকে অরিত্র দত্ত বণিক সকলেই তাঁর সমালোচনা করেছেন।
এমনকি চ্যানেলের অফিশিয়াল পেজে দেখা গেছে, ‘বয়কট সুদীপা’ ও ‘বয়কট রান্নাঘর’- এ ভরে গিয়েছে সমস্ত কমেন্ট বক্স।অন্যদিকে টিআরপি তালিকাতেও এই শো মুখ থুবড়ে পড়েছে। ননফিকশন শোয়ের টিআরপি তালিকায় সবথেকে এগিয়ে আছে, দিদি নম্বর ওয়ান এর টিআরপি রেটিং ৬.৫। এরপরেই রয়েছে সারেগামাপা যার টিআরপি রেটিং ৬.৩।
তারপরে রয়েছে ডান্স ডান্স জুনিয়র, যার টিআরপি রেটিং ৪.৫। আর সবশেষে রয়েছে রান্নাঘর যার টিআরপি রেটিং ১.৩। সমস্ত কিছু মিলিয়ে এবার চ্যানেল কর্তৃপক্ষ নিল বড় সিদ্ধান্ত। তাই এবার টিআরপি বাড়াতে সুদীপা চ্যাটার্জী কে বাদ দিয়ে তার বদলে নিয়ে আসবেন অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya)। শোনা যাচ্ছে, রান্নাঘরের জনপ্রিয়তা আনতেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ ‘বয়সে বড়োদের সন্মান দিতে বাবা-মা ঠিকই শিখিয়েছেন’, অহংকারী সুদীপাকে পাল্টা জবাব অভিনেতার
প্রসঙ্গত, এর আগেও অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে রান্নাঘরে সঞ্চালনায় দেখা গেছে। তবে রান্নাঘরের সঞ্চালনায় অভিনেত্রী সুদীপাকে দেখতেই দর্শক বেশি পছন্দ করতেন। তবে বিগত কয়েকদিন যাবৎ অভিনেত্রী নিজের কথার দরুন সোশ্যাল মিডিয়ায় হট টপিকে পরিণত হয়েছেন। অভিনেতা অরিত্রর সাথে দ্বন্ধে জড়িয়ে পড়েছিলেন। তবে তিনি এই বিষয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন।