একসময় অভিনয়ে শিশুশিল্পীদের (Child Actress) বেশি দেখতে পাওয়া যেত ভিন্ন চরিত্রে অভিনয় করতে। কিন্তু শুধু সিনেমাতেই নয়। বর্তমানে ধারাবাহিকগুলিতেও পাল্লা দিয়ে চলে শিশু অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ড অভিনয়ের পর্ব। তাদের অভিনয় দর্শককে বাকরুদ্ধ করে দেয়। বয়সে ছোট হলেও তাদের অভিনয়কে মোটেও কম করে দেখা চলেনা। তাদের অভিনয় আজও দর্শকের মনে তাদের আলাদা জায়গা তৈরী করে নিয়েছে। দর্শক তাদের ধারাবাহিকের পরিচিত নাম এক ডাকেই চিনে ফেলতে পারবেন।
মনে আছে জী বাংলার সেই ছোট্ট মিষ্টি ভূত টাকে। যার নাম ছিল ভুতু। জী বাংলার পর্দায় শিশু অভিনেত্রী আরশিয়া মুখার্জীর (Arshiya Mukherjee) অসাধারণ অভিনয়ে একসময় পর্দায় ভুতুর জনপ্রিয়তা ছিল বিশাল। সে ভূত হলেও তাকে কেউ ভয় পেতনা কিন্তু। বরং দেখলেই আদর করতে ইচ্ছে হতো। তার কাণ্ডকারখানায় ধারাবাহিকে সকলে ভয় পেতেন আর দর্শক পেতেন দ্বিগুন মজা। সেই ছোট্ট ভূতের গল্প পর্দায় শেষ হয়ে গেলেও ভূতকে মিস করেন অনেকেই।
যদিও এই ধারাবাহিক শেষের পর শিশু অভিনেত্রী আরশিয়া মুখার্জী আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন। তবে ২০১৭ সালে ভুতু ধারাবাহিকটি শেষ হয়ে যায়। ছোট্ট আরশিয়াকে দর্শক তখন দেখতেন জী টিভির পর্দায়। ভুতু সিরিয়ালের হিন্দি সংস্করণে। তারপর কিছুদিন বাদেই তাকে আবার দেখা যায় ‘ভানু পেল লটারি’ তে লক্ষীর ভূমিকায়, তারপর স্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে তাকে ছোটবেলার মীরার চরিত্রে দেখা যায়।
View this post on Instagram
মীরা চরিত্রে সেই ছোট্ট আরশিয়া এক অন্যরকম রূপে পর্দায় ধরা দেয়। তাকে দেখে তো দর্শক মেলাতেই পারছিলেননা যে এই সেই ছোট্ট মিষ্টি ভূতটা। বর্তমানে ভুতুর বয়স প্রায় ১২ বছর। সে আজ কিশোরী। তার ছবি দেখলে চমকে যাবেন আপনিও। ছোট্ট ভুতুর সাথে বর্তমানের আরশিয়াকে মেলাতেই পারবেননা।
আরও পড়ুনঃ পটলকুমার কুমার থেকে ছোট্ট রাখী ছোট নেই আর! রইল এই ৭ শিশুশিল্পীর বর্তমানের অদেখা ছবি
শোনা যায়, কাজের অফার পেয়ে সে মুম্বাইতেই থাকতে শুরু করেছিল। সেখান থেকেই নতুন স্কুলে ভর্তি হয়ে স্কুলও করছিলো সে। কোভিড এর জন্য সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায় তার। অভিনেতা ভিকি কৌশলের সাথে অভিনয়ের সুযোগ পেয়েছিল। এমন সুযোগ যে বারবার আসেনা। তবে পরিস্থিতি সঙ্গিন হয়নি তখন।
View this post on Instagram
তবে আবারও তাকে কবে ছোট পর্দায় বা বড়ো পর্দায় নতুন রূপে দেখা যাবে সেই আশায় অপেক্ষা করছেন দর্শক। প্রসঙ্গত, স্টার জলসায় তার শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ধারাবাহিকটি সেভাবে সফলতা পায়নি। অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়েছিল। তবে আরশিয়া ছোট মীরার অভিনয়ে দর্শকের মন জয় করে নিয়েছিল।