পর্দার শত্রুতা বাস্তবেও? রিয়েল লাইফের সম্পর্ক নিয়ে অকপট পর্দার মেঘ-ময়ূরী!

Titiksha-Sweta : রিল লাইফ এবং রিয়েল লাইফ অনেক তফাত থাকে। রিল লাইফে অভিনেতারা যা অভিনয়ে দেখান, রিয়েল লাইফে কিন্তু তাদের জীবনে তেমনটা ঘটে না। এই

Saranna

how the relation between sweta mishra and titiksha das in real life

Titiksha-Sweta : রিল লাইফ এবং রিয়েল লাইফ অনেক তফাত থাকে। রিল লাইফে অভিনেতারা যা অভিনয়ে দেখান, রিয়েল লাইফে কিন্তু তাদের জীবনে তেমনটা ঘটে না। এই যেমন নায়িকার বিপরীতে রয়েছেন জাঁদরেল খলনায়িকা। ধারাবাহিকের পর্দায় (Bengali Serial) শুধু মাত্র দুজনের বিবাদ দেখা যায়, কিন্তু রিয়েল লাইফে দেখা যায় দুজনের বেশ ভালো সম্পর্ক। তেমনই পর্দার মেঘ (Megh) আর ময়ূরীর (Mayuri) মধ্যে সম্পর্কটা কেমন? পর্দায় একে অপরের শত্রু হলেও বাস্তবেও কি তাই?

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকে দেখা যাচ্ছে দুই বোনের কাহিনী। এক বোন আর এক বোনের জন্য জীবন দিয়ে দিলেও, আর এক বোন সবসময় ক্ষতিই চেয়ে এসেছে। মেঘের শত্রু তার দিদি ময়ূরী। মেঘের চরিত্রে অভিনয় করছেন তিতীক্ষা দাস আর ময়ূরীর চরিত্রে অভিনয় করছেন শ্বেতা মিশ্র।

icche putul serial megh refuse to return souroneel's house

পর্দায় দুজনকেই দেখা যায় একে অপরের শত্রু হিসেবে। পর্দায় যতই শত্রু হোক না কেন, রিয়েল লাইফে কিন্তু তারা একে অপরের শত্রু নয়। তারা দুজন একে অপরের সুন্দর বন্ধু। শ্যুটিংয়ের ফাঁকে দুজনেই মজার রিল ভিডিও শেয়ার করেন। শুধু তাই নয়, শ্বেতার জন্মদিনেও দুজনকে দেখা গেছে কেক কেটে জন্মদিন উদযাপন করতে।

এছাড়াও একে অপরের সুন্দর মুহুর্তের একটি ক্লিপ ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিতিক্ষা লিখেছিলেন, ‘তুই থাকলে আমি সবসময় ঠিক থাকি’। বুঝতে পারছেন কতটা সুন্দর তাদের দুজনের সম্পর্ক। কোনোরকম ঝগড়া নেই, শত্রুতা নেই। একে অপরের মধ্যে রয়েছে শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উল্লেখ্য, তিতিক্ষা জি বাংলার নতুন মুখ হলেও, ছোটপর্দার নতুন মুখ নয়।

 

View this post on Instagram

 

A post shared by Titiksha Das (@titikshadas_)

সে এর আগে অভিনয় করেছেন। কালার্স বাংলাতে দেখা গিয়েছে, ‘দত্ত অ্যান্ড বৌমা’, এবং ‘জয় জগন্নাথ’-এ। অন্যদিকে শ্বেতা মিশ্র ছোটপর্দায় অভিনয় করলেও, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সিনেমা। তাঁকে দেখা গেছে প্রেম টেম ছবিতে। এছাড়াও অভিনয় করেছেন, জাহানারা, ধূলোকণা প্রভৃতি ধারাবাহিকে। কালার্স বাংলার জাহানারা দিয়েই শুরু হয় অভিনেত্রীর কেরিয়ার।

× close ad