আপনার হাত হবে মাখনের মত মোলায়েম! মেনে চলুন এই ৮ ঘরোয়া টিপস

Skin Care : ছোটবেলায় সকলের হাত বেশ নরম থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকের হাতে এই কোমলতাটা আর দেখা যায়না। আমাদের ব্যস্ত লাইফস্টাইলে (Lifestyle)

Saranna

how to care your hand with this 8 homemade tips

Skin Care : ছোটবেলায় সকলের হাত বেশ নরম থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকের হাতে এই কোমলতাটা আর দেখা যায়না। আমাদের ব্যস্ত লাইফস্টাইলে (Lifestyle) নিজের যত্ন একান্ত প্রয়োজন। আর সেখানে ত্বক, চুল সবকিছুর পাশাপাশি আসে হাতের যত্নও (Skin Care)। যাদের হাতে কোমলতা কম তাদের হাতের যত্নে (Hand Care) রইল নতুন কিছু ঘরোয়া টিপস। এর ফলে আপনাদের হাত সেই ছোটোবেলার মতোই কোমল ও নরম হবে। 

টম্যাটো ও লেবু : একটি পাত্রের মধ্যে টমেটোর রস বের করে নিন, তারপর তার উপর সামান্য পাতিলেবুর রস ও গ্লিসারিন মেশান। এরপরে ওই মিশ্রণটি হাতের তালুতে মেখে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। 

8 homemade tips for hand care

পাতিলেবু আর মধু : একটা পাত্রে পাতিলেবুর রস, মধু আর বেকিং সোডা মিশিয়ে নিন। এরপরে ওই মিশ্রণটি হাতের তালুতে মেখে কুড়ি মিনিট রাখুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 

পেট্রোলিয়াম জেলি : ঘুমানোর আগে সমস্ত হাতে পেট্রোলিয়াম জেলি মাখিয়ে রাখুন। তারপর সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর দেখবেন আপনার হাত কত নরম অনুভব হবে। 

আরও পড়ুনঃ একটাও ব্রণ হবেনা! গরমে বেসনের সাথে এই উপাদান মিশিয়ে লাগালেই পাবেন উপকার

দুধের সর : দুধের সর দারুণ ভাবে এক্সফোলিয়েটের কাজ করে। আর তাই হাত এবং দুধের সর মাখান তারপর ১০ মিনিট পর উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। 

homemade hand care 8 tips

ভিনিগার : একটা পাত্রে ভিনিগার আর জল মেশান। এই মেশানো জলে হাত ২ মিনিট চুবিয়ে রাখুন। তারপর হাতটা কাপড়ে মুছে নিন। এরপর আবার এই জল হাতে নিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন । তারপর ১০ মিনিট হাতে রেখে ধুয়ে ফেলুন। ধুয়ে যেকোনো ক্রিম মাখুন। 

ময়েশ্চারাইজার : আপনি যদি সবসময় জলের কাজ করেন, তাহলে আপনার ত্বক এমনিই শুষ্ক হয়ে যাবে। তাই হাতে ৩ বার ময়েশ্চারাইজার লাগান। দেখবেন হাত নরম হবে। 

hand care tips homemade

দই আর বেসন : একটা পাত্রে দই নিন আর বেসন নিন। ভালো করে মিক্সড করুন। তারপর সেটা হাতের তালুতে মেখে রাখুন! ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। হাত নরম হয়ে যাবে। 

নারকেল তেল : একটা বাটিতে নারকেল তেল নিন, তারপর সেই নারকেল তেল হাতের তালুতে দিয়ে ১০-১৫মিনিট ধরে হাতে ভালো করে ম্যাসাজ করুন তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।

Related Post