ঘাড়ধাক্কা থেকে প্রতারণা! কিভাবে অভিনয় জীবনের শুরু? জানালেন পর্দার ‘রঞ্জা’

স্টার জলসার (Star Jalsha) চর্চিত তম একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিক দর্শকদের কাছে চর্চার একটা বিষয়। সবসময় চর্চা লেগেই আছে ।

Saranna

how was the journey of swopnanila chakraborty aka ranjha's in acting

স্টার জলসার (Star Jalsha) চর্চিত তম একটি ধারাবাহিক হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। এই ধারাবাহিক দর্শকদের কাছে চর্চার একটা বিষয়। সবসময় চর্চা লেগেই আছে । কখনো ধারাবাহিকের কাহিনী নিয়ে  আবার কখনো চরিত্র নিয়ে। চর্চার জন্যই শিরোনামে। ধারাবাহিক চলতে চলতে দেখা গেছে একাধিক নায়ক-নায়িকার প্রবেশ। মুখ্য নায়ক গৌণ হয়ে গিয়ে, আবার  তাঁর গৌণ নায়িকা চলে এসেছে। এরকমটাই হয়ে গেছে ধারাবাহিকের গতি। 

যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই, এক্কাদোক্কার নায়ক পোখরাজের জীবনে রাধিকা নেই, সেই জুটি ভেঙে গেছে। এসেছে নতুন চরিত্র। পোখরাজের জীবনে এসেছে রঞ্জা (Ranja)। যে ধারাবাহিকের দ্বিতীয় প্রধান চরিত্র। এই রঞ্জার চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বপ্ননিলা চক্রবর্তী (Swopnanila Chakraborty)। এই অভিনেত্রী এতটাই কিউট যে সকলেরই বেশ মনে লেগেছে। 

how was the journey in acting ekka dokka serial actress swopnanila chakraborty aka ranjha's

স্টার জলসার দর্শকদের কাছে স্বপ্ননিলা অর্থাৎ রঞ্জা (Ranja) নতুন হলেও তিনি টেলিপর্দার জনপ্রিয় মুখ। তাঁকে এই ধারাবাহিকের আগে দেখা গেছে ‘জয় বাবা লোকনাথ’ এবং ‘কন্যাদান’ ধারাবাহিকে। ধারাবাহিকে অভিনয় করতে আসার পথ তাঁর এতটাও সহজ ছিল না। হয়েছেন বাধার সম্মুখীন। করতে হয়েছে অনেক স্ট্রাগল। 

অভিনেত্রী আসানসোলের মেয়ে। অভিনয়ে আসার পথ মসৃণ ছিল না। অনেক জায়গায় অডিশন দিয়েছেন, ছবি জমা দিয়েছেন কোথাও তাঁকে নেয়নি। বরং বিরক্ত হয়ে তাঁকে তাড়িয়ে দিয়েছে এমনকি ৩৫ হাজার টাকার বিনিময়ে অভিনয়ের সুযোগ দিতে চেয়েছিলেন, সেই সব ফ্রড লোকজনের তোয়াক্কা না করে আজ তিনি এই জায়গায়। 

সান বাংলা দিয়েই তাঁর পথচলা। এখনো মানুষ তাঁকে কন্যাদানের চরিত্র হিসেবেই চেনেন। বর্তমান দিনে ধারাবাহিকের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটা সিরিয়াল যদি জনপ্রিয় চ্যানেলের তুলনায় সান বাংলাতে অনেকদিনও চলে তাহলেও সান বাংলার ধারাবাহিকের জনপ্রিয়তা হবে না।

জনপ্রিয় চ্যানেলের কম সময়ের ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি হবে। কিন্তু আমি কন্যাদানের জন্য যে কম জনপ্রিয়তা পেয়েছি তা নয়। সান বাংলাকে এখন মানুষ চিনেছে, তাই কোথাও গেলে আমাকে কন্যাদানের চরিত্র হিসেবেই চেনে। তাই আমার মনে হয় পার্থক্যটা খুব একটা নেই। গল্প ভালো হলেই সেটা যেকোনো চ্যানেলে হিট করবে। শিল্পী হিসেবে সব চ্যানেলই এক তাঁর কাছে।’

× close ad