পর্দার লম্পট রূপ বাস্তবে কেমন? বউ আর শালীকে নিয়ে আড্ডায় মাতলেন ফাহিম!

Icche Putul : ‘রুদ্র দা! এই নামটা শুধু নীপার না, অনেক নারীর হৃদয় কেড়েছিল। রুদ্র দার হ্যান্ডসাম লুক, সুন্দর চেহারাতে সকলেই ফিদা। কিন্তু মিঠাই ধারাবাহিকের

Saranna

how was the relationship between fahim aishi and diyettama in reallife

Icche Putul : ‘রুদ্র দা! এই নামটা শুধু নীপার না, অনেক নারীর হৃদয় কেড়েছিল। রুদ্র দার হ্যান্ডসাম লুক, সুন্দর চেহারাতে সকলেই ফিদা। কিন্তু মিঠাই ধারাবাহিকের যখন অবসান ঘটেছিল তখন সকলেই চিন্তায় ছিলেন আর কি রুদ্র দার দেখা মিলবে না? কিছুদিন পর জানা যায় রুদ্র দা অর্থাৎ অভিনেতা ফাহিম মির্জাকে (Fahim Mirza) আবারও দেখা যাবে জি বাংলার পর্দায়।

তা জানতে পেরে সকলেই খুশি হয়েছিলেন। কিন্তু বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul)এ যে চরিত্রে দেখা যাচ্ছে তা দেখে সকলেই হতবাক। ইচ্ছে পুতুল ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রূপ। এই রূপ অতি লম্পট ছেলে। বিয়ে করে বউ ঘরে এনেও অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করে। সকলেই ইচ্ছে পুতুলের কাহিনী জানেনই। শুধু বউ গিনি নয়, শালী মিনির সাথেও অশ্লীলতাধর্মী আচরণ করে।

icche putul rup gini wedding

রূপের এই লম্পট চরিত্র গিনি এবং মিনি দুজনেই আঁচ করতে পেরেছে। অনেক দর্শক আছেন যারা এই চরিত্রের মধ্যে ঢুকে যান, ভাবেন ফাহিম বাস্তব জীবনেও বোধহয় এমন জটিল। বাস্তবেও বোধহয় এরকমই করেন। কিন্তু এই কথা একেবারেই ভুল। তাঁকে পর্দায় এমন একটি চরিত্র দেওয়া হয়েছে বলেই তিনি লম্পটজনিত কাজকর্ম করছেন। কিন্তু যখন সেটে থাকেন হাসি মজাতেই কাটান। গিনি- মিনির সাথে রিল লাইফে কেমন সম্পর্ক অভিনেতার? সেটা এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন।

গিনির চরিত্রে অভিনয় করছেন ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya) আর মিনির চরিত্রে অভিনয় করছেন দিয়েত্তমা গাঙ্গুলিকে (Diyettama Ganguly)। পর্দায় রূপের সাথে তাদের সম্পর্ক যতই খারাপ হোক না কেন বাস্তবে কিন্তু খুবই মজার। সবসময় এ ওর পিছনে পড়ে আছে। ফাহিম খুবই লম্বা, আর ঐশী একটু শর্ট হাইট।

রোমান্টিক দৃশ্যের সময় বেশ অসুবিধা হয়, অনেক সময় ঐশীকে টুলে দাঁড়িয়ে শট দিতে হয়। ঐশীর অভিযোগ এই লম্বা হওয়া নিয়ে ফাহিম গর্ব করে। শুধু তাই নয়, ফাহিম নাকি লুকিয়ে খাবার খায়। নিজের খাবার কাউকে দেখাতে চায়না এটা ঐশী আর দিয়েত্তমার অভিযোগ। ফাহিমের অভিযোগ ঐশী এমন খায় হাওয়া দিলেই উড়ে যায়। এইভাবেই তাদের মজা, ইয়ার্কি চলে।

× close ad