জিতেন্দ্র থেকে জিৎ! অবাঙালি হয়েও বাংলার সুপারস্টার, কেমন ছিল অভিনেতার এই যাত্রা ?

টলিউড (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet) অর্থাৎ জিতেন্দ্র মাদনানি (Jitendra Madnani) একজন অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। তাঁর এই পথ চলা কীভাবে শুরু হয় ?

Saranna

how was this tollywood actor's journey from jitendra to jeet

টলিউড (Tollywood) সুপারস্টার জিৎ (Jeet) অর্থাৎ জিতেন্দ্র মাদনানি (Jitendra Madnani) একজন অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন। তাঁর এই পথ চলা কীভাবে শুরু হয় ? কীভাবে এত বড় সুপারস্টার হলেন তিনি ? আসুন জেনে নেওয়া যাক, তাঁর টলিউড যাত্রার ইতিহাস। সময়টা তখন ২০০১। টলিউড পরিচালক হরনাথ চক্রবর্তী নতুন ছবির জন্য নতুন মুখ খুঁজছিলেন। তাঁর এই নতুন ছবিতে কাজ করার জন্য প্রথমে প্রস্তাব যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে।

সেই সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এক কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর এই প্রত্যাখান অভিনেতা জিতেন্দ্র মাদনানি (Jitendra Madnani) ওরফে জিৎ এর কাছে এল আশির্বাদ হয়ে, শুধু জিৎ নয় বাংলা ইন্ডাস্ট্রির কাছেও তা এল আশির্বাদ হয়ে। বাংলা ইন্ডাস্ট্রি পেল নতুন মুখ। যে এখনও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে চলেছে।

how was this tollywood actor's journey from jitendra to jeet

এই নতুন মুখের উপর বাজি রেখে হরনাথ চক্রবর্তী রিলিজ করলেন তাঁর নতুন ব্লকবাস্টার ছবি ‘সাথী’ (Sathi)। এই ছবির নায়ক ছিলেন জিৎ। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। এমনকি এই ছবির টাইটেল সং ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ এই গানের প্রতিটি লাইন মানুষের মনে এমন ভাবে গেঁথে গেছে যে, প্রতিটি মানুষের মুখে মুখে একসময় এই গান ফিরেছে। আজ এই গান সকলের মনে রয়ে গেছে। ছবিটি বক্স অফিসে ৯ কোটি টাকার ব্যবসা করেছিল।

প্রথম ছবিই একেবারে হিট। এরকম তারকা খুব কমই দেখা যায়। তবে প্রথম ছবি হিট ছিল মানেই যে তাঁর কেরিয়ার যাত্রা মসৃণ ছিল তা কিন্তু নয়। দক্ষিণ কলকাতার একটা অচেনা গলির সিন্ধি পরিবারের ছেলে আয়নার সামনে দাঁড়িয়ে বিখ্যাত অভিনেতাদের নকল করতে করতে হয় তার অভিনয়ের হাতেখড়ি। অভিনেতা হওয়ার স্বপ্ন তাঁকে নিয়ে যায় মডেলিংয়ের দুনিয়ায়। নবাব কোম্পানির গেঞ্জির বিজ্ঞাপনে কাজ পান। তখন তার নাম ছিল জিতেন্দ্র মাদনানি। তখনও জিতেন্দ্র থেকে জিৎ হননি তিনি। কে জানত এই অচেনা গলির জিতেন্দ্র মাদনানি একদিন টলিউডের সুপারস্টার জিৎ হিসেবে পরিচিতি পাবে ?

আরও পড়ুনঃ নীল-তৃনা থেকে গৌরব-দেবলীনা, সিরিয়ালের এই ৫ তারকারা বাস্তবে স্বামী-স্ত্রী, রইল তালিকা

অভিনয় এবং মডেলিং শেখার জন্য ক্লাসে ভর্তি হন। সেখান থেকেই তিনি ১৯৯৪ ‘বিষবৃক্ষ’ এবং ‘জন্মভূমি’ নামের দু-দুটি সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। কিন্তু তাঁর ইচ্ছা ছিল বড় কিছু করার। সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে মুম্বাই পাড়ি দেন। সেখানে গিয়ে একটা অ্যালবামে কাজ করার অফার পান, অ্যালবামের নাম, ‘বেওয়াফা তেরা মাসুম চেহেরা’। এরপর বলিউডে কাজের জন্য অডিশন দিতে থাকেন। কিন্তু বারবারই অডিশন দিয়েও ফলাফল শূন্য আসছিল। এরপর তাঁর কাছে অফার আসে দক্ষিণী ইন্ড্রাস্ট্রি থেকে। দক্ষিণের ছবি ‘চান্দু’ সিনেমায় কাজ করেন। একেবারে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি।

how was this tollywood actor's journey from jitendra to jeet

আরও পড়ুনঃ মিঠাইয়ের ‘ধারা’ আবারও পর্দায়! নতুন কোন চরিত্রে ফিরছেন অভিনেত্রী অর্কজা আচার্য, দেখে নিন

এরপর কলকাতায় ফিরে এসে হরনাথ চক্রবর্তীর ফিল্মে কাজ করে ছক্কা হাঁকালেন। এরপর আর তাঁকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক ‘নাটের গুরু’, ‘বন্ধন’, ‘ঘাতক’, ‘শুভদৃষ্টি’, ‘প্রেমী’ থেকে শুরু করে ‘দুই পৃথিবী’, ‘সুলতান’, ‘বস’, ‘সাত পাকে বাঁধা’, ‘অসুর’ প্রভৃতি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এই অভিনেতা বর্তমানে জনপ্রিয় অভিনেতাদের একজন। আজ সকলে তাকে জিৎ নামেই চেনেন। জিতেন্দ্র থেকে জিৎ হওয়ার পথটা অভিনেতার কাছে ছিল এক দীর্ঘ যাত্রা।

× close ad