Icche Putul : জি বাংলার (Zee Bangla) একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। টিআরপি তালিকায় সেভাবে স্থান না নিতে পারলেও, দর্শকদের মনে ধারাবাহিকটি বিশেষ জায়গা করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকের নায়িকার ভীষণ বিপদ। সে এখন মরন শয্যায়। মেঘের মৃত্যু দিয়েই কি শেষ হয়ে যাবে ধারাবাহিক। নাকি মেঘ বেঁচে যাবে। এইসব প্রশ্ন দর্শকদের মনে জাগছে।
মেঘের অবস্থা একদম শোচনীয়। সে এখন কোমায়। মেঘের জ্ঞান ফিরতেও পারে আবার নাও পারে। স্ত্রীর এই অবস্থা দেখে কিছুতেই ঠিক থাকতে পারছে না নীল। তার অবস্থা একেবারে পাগল পাগল। নীল মেঘের জন্য কান্নাকাটি করছে। কিন্তু মেঘের বাবা নীলকে মেঘের কাছে ঘেষতে দিচ্ছে না। নীল নার্সদের কাছে রিকোয়েস্ট করছে মেঘের খবর জানার জন্য।
এখন জানা যাচ্ছে, মেঘের শরীরে একটা বিষ তৈরী হয়েছে, সেই বিষ শরীরে ছড়িয়ে পড়লে মারাত্মক। ওই বিষ যদি এক দু ঘন্টার মধ্যে না বের করা হয়, তাহলে মেঘ শেষ। মেঘ আর বাঁচবে না। কিন্তু তার জন্য একটা ওষুধের প্রয়োজন। সেই ওষুধটায় পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে নীল নিজেকে ঠিক রাখতে না পেরে ছুটে যায় সেই কালী মায়ের কাছে। একটা পেশেন্টের বাড়ির লোক তাকে বলেছিল মেঘের জন্য প্রার্থনা করতে।
কিন্তু নীল তখন ঈশ্বর বিশ্বাস করেনি। এখন যেহেতু কোনো উপায় দেখতে পাচ্ছেনা। তাই ছুটে যায় সেখানে। পুরোহিতকে বলে, আমি শুনেছি আপনার ওই দেবী সবার প্রার্থনা শোনেন, আমি তাই এসেছি প্রার্থনা করতে। আমি ঈশ্বর বিশ্বাস করিনা, কিন্তু যার জন্য এসেছি সে বিশ্বাস করে আমাদের মাথার উপর ঈশ্বর আছেন।
বলুন না আপনার মাকে তাকে ঠিক করে দিতে। ও ভালো হয়ে গেলে আমিও ঠিক হয়ে যাব। ওর ক্ষতি করব না। আপনার মাকে বলুন না ওষুধ ছাড়াই সুস্থ করে দিতে। ওকে যদি না বাঁচাতে পারে তাহলে আমাকে তুলে নিক। এরপর ঠাকুর মশাই তাকে একটা ফুল দেয়। এই ফুল ছোঁয়ালে মেঘ কি সুস্থ হবে? উত্তর মিলবে আগামী পর্বে।