Icche Putul : জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’। টিআরপি তালিকাতেও বেশ নাম করে নিয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিকটির স্লট পরিবর্তন হওয়ার আগে গুঞ্জন শোনা যাচ্ছিল, ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে। আবারও সেই গুঞ্জন উঠে এল। সত্যিই কি শেষ হয়ে যাবে ধারাবাহিকটি? জেনে নিন বিস্তারিত।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে, মেঘ-নীলের দূরত্ব ক্রমশ বেড়েই চলেছে। নীল বারবার মেঘকে নিয়ে সন্দেহ করে। আজ রূপকে নিয়ে করছে, কাল আবার জিষ্ণুকে নিয়ে করছে। এই সন্দেহ লেগেই রয়েছে। তবে মাঝে দেখা গিয়েছিল মেঘের প্রতি নীল অনুরক্ত হন। নীল মেঘকে বলে আর কোনোদিন সে বুঝবে না। কিন্তু কোথায় কি, সেই আবার নীল ভুল বুঝল।
ধারাবাহিকের গতিবিধি দেখে অনেকেই কল্পনা করছেন ধারাবাহিক শেষের পথে। যখন ধারাবাহিকটি প্রথম টিভির পর্দায় আসে তখন ধারাবাহিকটি দেখা যেত ৯:৩০ এর স্লটে। কিন্তু ওই সময় টিআরপি দিতে পারছিল না। এই সময় স্টার জলসায় অনুরাগের ছোঁয়া হয়। আর তাই ইচ্ছে পুতুল কিছুতেই ওর কাছে পেরে উঠছিল না। তাই শেষ পর্যন্ত স্লট পরিবর্তন করা হয়।
স্লট পরিবর্তন করে সন্ধ্যা ৬:০০ টার স্লটে দেখা যাচ্ছে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তোমাদের রানীর সাথে পেরে উঠছে না। আবারও পিছিয়ে পড়েছে। সাধারণত দেখা গেছে, টিআরপি তালিকাতে যারা পেরে উঠতে পারেনা তাদের বিদায় নিতে হয়। আর এই ইচ্ছে পুতুলের ক্ষেত্রে সেটা হয়নি। কারণ এক শ্রেণীর মানুষ ধারাবাহিকটি দেখতে বেশ পছন্দ করেন।
কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকটি। জানুয়ারী মাসের শেষে জি বাংলায় একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর সেই ধারাবাহিককেই জায়গা দিতে শেষ হবে ইচ্ছে পুতুল। শেষ পর্বে দেখা যাবে মেঘ-নীলের সংসার। নায়ক-নায়িকার মিল হয়েই শেষ হবে ধারাবাহিকটি। ধারাবাহিকের গতিবিধি আপাতত সেই পথেই এগোচ্ছে।