Icche Putul : জি বাংলার (Zee Bangla) একটি চর্চিততম ধারাবাহিকহল ‘ইচ্ছে পুতুল’। এই ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে, দুই বোনের মধ্যে নেই কোনো মিল। বোনের প্রতি দিদির হিংস্রতার ছবিই এখানে ফুটে উঠেছে। সেই হিংস্রতা এতটাই ভয়ানক যে দিদির জন্য বোন মৃত্যুশয্যায়। সম্প্রতি দেখা গেছে মেঘের চরম ক্ষতি করেছে নিজের দিদি ময়ূরী। এতদিন ময়ূরী অনেক রকম কূটকাচালি করছিল।
কিন্তু এবার মেঘের প্রাণ নিয়ে টানাটানি করছে। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনই, মেঘকে ফাঁসাতে ময়ূরী আর রূপ নানানরকম পরিকল্পনা করে। সব পরিকল্পনা ভেস্তে গেলেও, সাম্প্রতিক পরিকল্পনা সাকসেস পায়। মেঘের নামে ভুল কেচ্ছা রটিয়ে মেঘকে সকলের কাছে ছোটো করে দেয়। আর এই অপমান মেঘ কিছুতেই মেনে নিতে পারেনা।
তাই মেঘ সুসাইড করে। নীলের বাড়ির লোক মেঘের এই সংবাদ পেয়ে অনিন্দ্য বাবুকে বলে মেঘকে এক্ষুণি অন্য হাসপাতালে ভর্তি করা দরকার। মেঘের বাবা তাদের জানায়, মেঘের এই ক্ষতির জন্য তারা দায়ী। তাই মেঘের এই বিপদে তারা যেন কাছে না আসে। অন্যদিকে জিষ্ণু এবং গুরুজি পৌঁছে যায় মেঘের কাছে।
সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যায় মিডিয়া। মেঘ কেন এমন কাজ করল? এই কারণ জিজ্ঞাসা করায় গুরুজি জানায় এর জন্য দায়ী মিডিয়া। মেঘের এই অবস্থা দেখে গিনি কিছুতেই হাত গুটিয়ে বসে থাকতে পারছে না। কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ মেঘকে নির্দোষ প্রমাণ করবেই। মেঘের এই কাণ্ডকারখানার পিছনে যে রূপ আর ময়ূরী আছে তা নিশ্চিত।
মেঘকে নির্দোষ করতে গিনি পৌঁছে যায় রূপের বন্ধুর সাথে। গিনিকে সে এই কাজে সাহায্য করবে। অপরদিকে ধরা পড়ার ভয়ে কাঁপছে ময়ূরী। আগামী পর্বে দেখা যাবে রূপ ময়ূরীকে বলছে এই প্ল্যানটা তোমার। তাই তুমিই দোষী। ময়ূরী নিজে বাঁচতে রূপকে ঠেলে দিচ্ছে দোষের দিকে। আবারও কি ময়ূরী বেঁচে যাবে শাস্তি থেকে? রূপ কি একাই দোষী প্রমাণ হবে? এর উত্তর মিলবে আগামী এপিসোড গুলোতে।