দর্শকরা যত চাইছেন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)য় সুদীপার মিল হোক, কিন্তু মিল আর হচ্ছেনা সেই দূরত্ব যেন ক্রমশ বাড়ছে। আর এই বেড়ে যাওয়াতে টিআরপির পতন দেখা দিচ্ছে। এদিকে দূরত্ব বাড়ছে ওদিকে দূরত্ব কমছে। টিআরপি তালিকায় নিজেদের স্থান ঠিকঠাক রাখতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ৭ দিনই দেখানো হচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছেনা। প্রথমদিকে এসবের মধ্যেও টিআরপি ঠিকঠাক ছিল, কিন্তু এখন প্রথম থেকে আবার দ্বিতীয়তে চলে গেছে।
এর কারণ রয়েছে অনেক। বর্তমানে ধারাবাহিকে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। দীপার বোন উর্মি মা হওয়ার পর থেকেই বদলে গেছে। এখন সেনগুপ্ত বাড়িতে খুশির হাওয়া চলছে। ছোট্ট খুদের খেলার সঙ্গী হয়েছে সোনা রূপা। ছোট্ট খুদেকে নিয়ে দুজনেই বেশ খুশি রয়েছে। খুশির হাওয়া চললেও দীপা সূর্যর জীবনে কিন্তু দুখের হাওয়ায় চলছে।
উর্মির ছেলের জন্য দীপা রূপাকে নিয়ে সোনা কিনতে যায়। আর সেখানেই উপস্থিত হয় সূর্য। সাথে রয়েছে সোনা। ছোট্ট রূপা সবটাই আড়াল থেকে লক্ষ্য করে। রূপা দেখতে দেখতে ভাবে, তোমার তো কত কি আছে ডাক্তারবাবু, সেখানে আমার মায়ের তো কিছুই নেই। তবুও কেন! এরপর দেখা যায় সূর্য দুটো মোটা মোটা সোনার হার ও বালা পছন্দ করে। এরপর সোনা আরও একটি সরু চেন পছন্দ করে।
সেটাও সূর্য প্যাক করে নিতে বলে। এরপর রূপা এসে বলে ওই হারটা রূপার মা নেবে। মা ভাইয়ের জন্য এটা পছন্দ করে রেখেছে। দীপা তার পুরানো গয়না বিক্রি করে হার কিনতে আসে। কিন্তু ওই হারের দাম বেশি থাকায় দীপা কিনতে পারেনা। তাই সে বাচ্চাদের আংটি দেখাতে বলে। রূপা দেখে খুব কষ্ট পায়। বাবার কাছে এত কিছু আছে, আর মায়ের কাছে কিছুই নেই।
বাবার এই অবহেলা কিছুতেই মেনে নিতে পারছেনা রূপা। অন্যদিকে মিল হচ্ছেনা বলে, ক্ষোভে ফেটে পড়ছেন নেটিজেনরা। আর তাই তারা বলছেন, বিরক্ত ধরে যাচ্ছে এই সিরিয়ালের উপর এক কাহিনী বার বার ঘুরে ফিরে দেখাচ্ছে। এতোদিনেও ভুল বুঝাবুঝি মিটালোনা সব সিরিয়ালে তাও কালপিট কে সামনে আনা হয় আর এখানে একবারো আনা হয়নি।