Arannyo Roy chowdhury : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘জয় বাবা লোকনাথ’ (Joy Baba Loknath)। ২০২০ সালে শেষবার সম্প্রচারিত হয়েছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকে যিনি ছোটো লোকনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন তাকে মনে আছে? ছোটো লোকনাথের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন অরণ্য রায় চৌধুরী (Arannyo Roy chowdhury)। এখন সে আর ছোটো নেই, অনেকটাই বড় হয়েছে।
আর তাই তার জন্য তার মা নাজেহাল হচ্ছে। বড় হওয়ার সাথে সাথে বেড়ে গেছে মায়ের চিন্তা। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অনান্য চরিত্রে অভিনয় করলেও এখনো মানুষ তাকে লোকনাথ নামেই ডাকে। আর্থিক তিনি সকলের কিছে পরিচিত লোকনাথ হিসেবে। জয় বাবা লোকনাথের পর তিনি কাজ করেছেন, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, রাঙা বউ, লালকুঠিতে।
এছাড়াও কাজ করেছেন আবার প্রলয় ওয়েব সিরিজে। বর্তমানে সে অষ্টম শ্রেণীর ছাত্র। বয়স অনেকটাই বেড়েছে। সেই ছোটো লোকনাথের মুখের ভাব আর নেই। মুখে হালকা গোঁফের চিহ্ন রয়েছে। বয়সের সাথে সাথে বেড়েছে দুষ্টুমির বহর। এদিন দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন অরণ্য রায়চৌধুরী এবং তার মা অর্পিতা রায়চৌধুরী। সেখানে এসে নিজের ছেলের সম্পর্কে মুখ খুললেন।
অরণ্যকে দেখেই রচনা বলছেন, ‘সেই ছোট্ট লোকনাথ বড় হয়েই যাচ্ছে’। এই কথার পরিপ্রেক্ষিতে অরণ্যর মা বলেন, ‘ও যত বড় হচ্ছে আমি তত প্রেসার আর সুগারের ওষুধ খেয়ে নেমে যাচ্ছি’। বোঝাই যাচ্ছে অরণ্য কতটা দুষ্টু হয়েছে। তার জন্য অরণ্যর মাও অতীষ্ট। প্রসঙ্গত, অভিনেতার আক্ষেপ রয়েছে, লোকনাথের থেকে ভালো কোনো চরিত্র তিনি পাননি। যে চরিত্র লোকনাথকেও ছাপিয়ে যাবে।
View this post on Instagram
তবে তিনি অপেক্ষায় রয়েছেন ভালো চরিত্রের। অভিনয়ের পাশাপাশি তার ইচ্ছা আইপিএস অফিসার হওয়ার। তাই পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কোনদিকে মোর নেয় তার জীবন। অনেকেই তাকে দেখে বলেছেন সে খুব ইনটালিজেন্ট, হয়ত মায়ের কাছে দুষ্টুমি ধরা পড়ে দর্শকদের কাছে নয়। এমনকি অনেকে তাকে দেখে বলেছেন সে খুব পাকা নয়, খুবই ভদ্র ছেলে।