‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী আসছেন জলসার এই ধারাবাহিকে, আনন্দিত অনুরাগীরা

Horogouri Pice Hotel : বদলে যাচ্ছে গল্প, TRP টানতে 'হরগৌরী পাইস হোটেলে' আসছেন 'মিঠাই' খ্যাত অভিনেত্রী

Saranna

in horogouri pice hotel serial mithai serial this actress enter

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। এই ধারাবাহিকের শংকর আর ঐশানীর জুটি দর্শকদের বেশ পছন্দের। কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এই ধারাবাহিক শেষ হতে চলেছে। তবে এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে এক দমদার নতুন প্রোমো। তা দেখেই জানা গেল ধারাবাহিকে দেখা যাবে ‘মিঠাই’ খ্যাত এই অভিনেত্রীকে। 

প্রোমোতে দেখা গেছে, হরগৌরী পাইস হোটেলে হামলা হয়েছে। চারিদিকে লোকজন আর সাংবাদিকদের বন্যা বয়ে গেছে। এরপরই পুলিশের পোশাক পড়ে এন্ট্রি নেয় ঘোষ বাড়ির বড় বৌমা এ.সি.পি ঐশানী ঘোষ। দুষ্কৃতীদের হাত থেকে ঘোষ বাড়িকে রক্ষা করে ঐশানী। আর বাড়ির সকলেই তাকে ওয়েলকাম জানাচ্ছে। এরপরই দেখা যায় শংকরের কোলে রয়েছে তাদের মেয়ে ধৃতি।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

এবার এই ধারাবাহিকের মোড় ঘুরতে চলেছে। ধারাবাহিকের গল্প ৫ বছর এগিয়ে যাচ্ছে। আগামী দিনে দেখা যাবে সন্তান-স্বামী-সংসার সামলিয়ে নিজের স্বপ্ন পূরণ করবে ঐশানি। কীভাবে সে সবটা সামলাবে সেটাই এখন দেখার। অনেকেই ধৃতির আগমন দেখে বলছেন, ‘এবার তো শীতের রাতে হরগৌরী পাইস হোটেল টিআরপিতে আগুন লাগাবে’। 

আরও পড়ুনঃ সৃজনকে পথে বসাতেই তার কাটল পর্ণার, ইশাকে উচিত শিক্ষা দিল সে

দর্শক প্রোমো প্রকাশের পর থেকেই বেশ উৎসুক হয়ে আছেন ধৃতি চরিত্রটিকে পর্দায় পুনর্বার দেখার জন্য। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের এক বিশেষ অভিনেত্রীকে। ‘ধৃতি’র চরিত্রে দেখা যাবে ‘মিষ্টি’কে। অর্থাৎ পর্দার খুদে শিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। যার শুরুটা ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ দিয়ে হলেও সে জনপ্রিয়তা পেয়েছে ‘মিঠাই’ থেকে।

উল্লেখ্য, ইতিমধ্যেই বড় পর্দায় পা দিয়েছেন অনুমেঘা। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অভিনীত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala) ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করেছেন। সকলেই তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। এই টুকু বয়সে দু দিকটা সমাল তালে সামলাচ্ছে। বড় হলে আরও অনেক দূর যে এগোবে তা বলায় যায়। আর তার সুন্দর অভিনয়ের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। 

× close ad