নায়ক-নায়িকার মৃত্যু মানেই ধারাবাহিক শেষ। এমনকি ধারাবাহিক যদি সম্প্রচার হয়, তাহলেও ধারাবাহিকের টিআরপি এবং জনপ্রিয়তা কমে যায়। যেমনটা দেখা গেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ তে। নায়িকার মৃত্যু হলেও ধারাবাহিক সম্প্রচার হচ্ছে, কিন্তু সেভাবে আর দর্শকরা দেখছেন না। ফলে ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ করে দেওয়া হবে। এরকমই জি বাংলার আরও একটি ধারাবাহিকে দেখা গেছে নায়কের মৃত্যু।
এই মৃত্যু দেখে দর্শকরা চিন্তিত। তাহলে কি ধারাবাহিক শেষ? সত্যিই কি নায়কের মৃত্যু ঘটেছে? জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। টিআরপি তালিকায় ধারাবাহিকটি বেশ নাম করেছে। টিআরপি তালিকায় প্রথমেও জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের জনপ্রিয়তার কারণেই টিআরপিতে জায়গা করেছে। নায়িকার দুটি সত্তা,একদিকে সে গোয়েন্দা আর একদিকে সে গৃহিণী।
দুটোই সমান তালে সামলাচ্ছেন। সমাজের পাশেও যেমন রয়েছেন, তেমনই রয়েছেন সংসারের পাশে। ধারাবাহিকের বর্তমান কাহিনী অনুযায়ী, তাঁর স্বামী স্বয়ম্ভু মৃত। দিব্যা সেন চক্রান্ত করে লোক লাগিয়ে স্বয়ম্ভুকে গুলি করে। স্বয়ম্ভু কোমায় চলে যায়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করতে করতে স্বয়ম্ভু মারা যায়। জগদ্ধাত্রী স্বয়ম্ভুর মৃত্যুকে সাথে নিয়েই খুনীদের খুঁজতে মরিয়া হয়ে উঠেছে।
তবে এর পিছনে হাত রয়েছে উৎসব মুখার্জির। সেটা জগদ্ধাত্রী বুঝতে পারে। নায়কের এরূপ মৃত্যু দেখে দর্শকরা ভাবছেন এবার বোধহয় ধারাবাহিক শেষ হয়ে যাবে । তাই নায়কের মৃত্যু দেখানো হচ্ছে। কিন্তু আবার অন্যদিকে কৌশিকীর সাথে জগদ্ধাত্রীর কথোপকথন বুঝিয়ে দিচ্ছে মৃত্যু হয়নি স্বয়ম্ভুর। খুনীদের ধরার জন্য এই পরিকল্পনা। এমনকি আগামী পর্বে দেখা গিয়েছে মর্গে ডেডবডি শনাক্ত করতে যায় বাগচী।
কিন্তু জগদ্ধাত্রী স্বয়ম্ভুর বডি সড়িয়ে দিতে বলে সম্ভবত। এমনটাই একটা রহস্যময় প্রিক্যাপ দেখা যাচ্ছে। ধারাবাহিকে এখন বেশ টানটান উত্তেজনা চলছে। একটা পর্বও মিস করছেন না দর্শকরা। দর্শকরা অপেক্ষায় রয়েছেন রহস্যের সমাধানের। আদৌও স্বয়ম্ভুর মৃত্যু হয়েছে? নাকি হয়নি। উত্তর মিলবে আগামী এপিসোড গুলো থেকে।