টিআরপির অভাবে ধুকতে থাকা ধারাবাহিক গুলোর যে আয়ু বেশিদিন নয়, তা সকলেই জানে। তাদের পরিণতিটা প্রথমে দেখা যায়, স্লট বদল, তারপর আসতে আসতে টিআরপি কমে যায়। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি'(Khelna Bari)র ক্ষেত্রেও এমনটা দেখা গিয়েছিল, যদিও খেলনা বাড়ির নাম টিআরপি তালিকাতে ছিল, তা সত্ত্বেও স্লট বদল করা হয়।
আর এ কারণেই দর্শকরা মনে করেছিলেন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। শুধু তা নয়, সম্প্রতি কাহিনীর গতিবিধি দেখেও দর্শকদের মনে হচ্ছে এই ধারাবাহিক শেষ হয়ে যাবে। তবে এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক। ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে, নকল আদরের সব রহস্য ফাঁস হয়ে গেছে, নকল আদরকে ধরতে মিতুলে(Mitul)র গুলি লাগে, এখন আপাতত মিতুল ঠিক আছে।

কিন্তু এই নকল আদরকে তাদের বাড়িতে প্রবেশ করানোর পিছনে কে রয়েছে? এর উত্তর খুঁজতে পুলিশ এবং মিতুল (Mitul) চেষ্টা করে যাচ্ছিল। আর অবশেষে মিতুল পেল সেই প্রশ্নের উত্তর। এর পিছনে তাদের শত্রু অনামিকার ভূমিকা রয়েছে। পুলিশ অনামিকার সব খেলা শেষ করতে তার বাড়ি যায়। অন্যদিকে আবার শিবা যে মিতুলের আসল ছেলে।
মিতুল (Mitul) ডিএনএ টেস্ট করে সেটা বুঝে যাবে। ওদিকে রণজিৎ লাহিড়ীও শেষ, অনামিকাও ধরা পড়বে, মিতুলও নিজের ছেলেকে ফিরে পাবে, ছোটবেলায় আসল আদরকে কে মিতুলের কাছ থেকে যে অনামিকাই কেড়ে নিয়ে গিয়েছিল তাও প্রমাণ হয়ে গেল। তাহলে কি সত্যি শেষ এবার খেলনা বাড়ি? আপাতত সেটা সময়ের সাথেই জানা যাবে।
আরও পড়ুনঃ ছেলের হাতে গুলিবিদ্ধ ‘মিতুল’! TRP ফেরাতে দুর্ধর্ষ মোড় ফাঁস আগাম চমক পর্ব

তবে সম্প্রতি, ধারাবাহিকে আবার ফিরিয়ে আনা হচ্ছে বিয়ের ট্র্যাক। এই বিয়ের ট্র্যাক যেকোনো ধারাবাহিকে টিআরপি ফেরাতে মোক্ষম অস্ত্র। যদিও কিছুদিন আগেই শুভ আর অলোকার বিয়ের ট্র্যাক চলেছে ধারাবাহিকে। তবে এবার কার পালা ভাবছেন তো? এবার গুগলির পালা। হ্যাঁ, খুব শীঘ্রই ধারাবাহিকে গুগলির বিয়ে দেখানো হবে। খুব শীঘ্রই সেই প্রোমো প্রকাশ পাবে।








