গলছে সম্পর্কের বরফ, বীথির চক্রান্ত কাটিয়ে মৌ-ডোডোর রসায়ন গাঢ় হতে দেখে খুশি অনুরাগীরা

স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিক বর্তমানে শিরোনামে রয়েছে, তা হল ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিক বীথি চরিত্রের জন্য শিরোনামে থাকলেও, ধারাবাহিকের কাহিনী দর্শকদের মন কেড়ে

Saranna

in meyebela serial mou and dodo slowly coming close to each other

স্টার জলসার (Star Jalsha) যে ধারাবাহিক বর্তমানে শিরোনামে রয়েছে, তা হল ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিক বীথি চরিত্রের জন্য শিরোনামে থাকলেও, ধারাবাহিকের কাহিনী দর্শকদের মন কেড়ে নিয়েছে। নারীবাদী ধারাবাহিকের কাহিনী, দর্শকদের মন জয় করে নিয়েছে, আর তাই টিআরপি তালিকায় নাম না থাকলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এই ধারাবাহিক।

দর্শকরা ধারাবাহিকের প্রতিটি এপিসোড মিস করেননা। সবটাই অধীর আগ্রহী হয়ে দেখতে থাকেন। সম্প্রতি ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। মৌ ডোডোর সম্পর্কের সমীকরণ মাঝেমধ্যেই দূরে সরে গেলেও, আবারও কাছাকাছি আসছে। বুক ফাটে তো মুখ ফোটেনা। আর তাই ভালোবাসা মনে থাকলেও মুখে প্রকাশ করতে পারেনা।

in meyebela serial mou and dodo slowly coming close

ধারাবাহিকে প্রায়শই দেখা দিচ্ছে সেই মুহুর্ত। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেল আবারও কাছাকাছির মুহুর্ত। এখন ধারাবাহিকে চলছে রবীন্দ্রজয়ন্তীর পর্ব। আর এই শুভক্ষণেই ডোডোর মৌয়ের প্রতি প্রেমের সৃষ্টি হয়েছে। ডোডোর ফুলে এলার্জি, কিন্তু তা সত্ত্বেও মৌ মাথায় ফুল দেবে বলে মৌয়ের জন্য সে ফুল আনতে যায়। এমনকি ডোডো মৌকে বলে নিজের জন্য ফুল রেখে তবেই যেন বাকিদের দেয়।

শুধু তাই নয় বাকি সবার জন্য জুঁই এর মালার মাঝে মৌয়ের জন্য একটা সাদা গোলাপ এনেছে। মৌয়ের প্রতি এই অনুরাগ দেখে অনেকেই খুশি হয়েছেন। মৌ আর ডোডো জুটির প্রেমে সকলেই মশগুল। সকলেই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করছেন। তবে অনেকেই বেশ রসিকতা করছেন। তাই একজন লিখেছেন, ‘বীথি মাসিকে কেউ খবর দাও গো! ওনার ছেলে যে এখন উড়ছে!!

পেরেম থুড়ি কর্তব্য উথলে উথলে উঠছে বৌ এর জন্য আবার তিনি সাদা গোলাপ এনে বলছেন সাদা গোলাপ নাকি বৌ এর পছন্দের বৌ যাতে ফুলে ফুলে সাজতে পারে সে খেয়ালও তেনার আছে। সবথেকে মজার তিনি বৌ এর জন্য নিজের পোশাকের সাথে matching শাড়ি, ব্লাউজ এনেছেন।’ তবে মৌকে সাদা গোলাপ ফুল দিয়ে বলল, এবারে এই ফুল দিয়ে চালিয়ে নিতে, পরের বার অন্য ফুল আনবে।

কিন্তু মৌ ভাবে, চাঁদনীর পছন্দ বলেই এই সাদা গোলাপ এনেছে। কিন্তু সে ভাবেনি তাঁর জন্যেই এই গোলাপ এনেছে। তাই এক অনুরাগী লিখেছেন, ‘ডোডো তো মৌ এর দিকে এগোনোর চেষ্টাই করছে। কিন্তু মৌ!! সে তো ডোডোর বাড়ানো হাতটাকে দেখেও দেখতে পাচ্ছে না, মৌ এটা দেখলো যে ডোডো ওর জন্য চাঁদনির প্রিয় ফুল এনেছে। কিন্তু ও এটা খেয়ালই করলো না যে ডোডো ওর সাথে পরের রবীন্দ্রজয়ন্তী কাটানোর আভাস দিলো।’

× close ad