মেয়ের মৃত্যুশোক কাটিয়ে দুই মাসেই বিয়ের পিঁড়িতে! রইল অ্যালবার্ট কাবো’র বিয়ের মুহূর্ত

Albart Kaboo : জি টিভির বিখ্যাত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)। এই রিয়েলিটি শোয়ে ২০২৩-এর মঞ্চ মাতিয়ে রেখেছেন কালিম্পং-এর টুরিস্ট গাইড অ্যালবার্ট

Saranna

in saregamapa stage albart kaboo again marry

Albart Kaboo : জি টিভির বিখ্যাত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)। এই রিয়েলিটি শোয়ে ২০২৩-এর মঞ্চ মাতিয়ে রেখেছেন কালিম্পং-এর টুরিস্ট গাইড অ্যালবার্ট কাবো লেপচা। এর আগে তাঁকে দেখা গিয়েছিল বাংলা সারেগামাপা-র  মঞ্চে। বাংলা মঞ্চ কাঁপানোর পর এবার হিন্দি মঞ্চ কাঁপাচ্ছেন। সকলেই তাঁর গানে মুগ্ধ। এর মাঝেই বিয়ের পর্ব সেরে নিলেন অ্যালবার্ট।জি বাংলায় অ্যালবার্ট কাবোর (Albart Kaboo) গান শুনে হাজার হাজার তরুণী তাকে মন দিয়েছিলেন।

কিন্তু পরে জানা যায় অ্যালবার্ট বিবাহিত, হাজার তরুণীর মন ভেঙে গিয়েছিল। তাঁর স্ত্রীর নাম পূজা ছেত্রী। তাদের একটি কন্যা সন্তান ছিল তার নাম এভিলিন কাবো। সারেগামাপার মঞ্চে স্ত্রী ও মেয়ে দুজনেই হাজির ছিলেন। সকলে তাদেরকেও বেশ পছন্দ করেছিল। সব ঠিকঠাক চলছিল, কিছুদিন আগেই জানা গেছিল একরত্তি মেয়ে ২০২৩ সালের ৩ জুলাই-এ এভিলিন সকলকে ছেড়ে চলে গিয়েছে।

in saregamapa stage albart kaboo again married

আর ফিরবে না সে। মৃত্যুকালে মেয়ের বয়স ছিল ৮ মাস। মেয়ের হার্টে একটি ফুটো ছিল। চিকিৎসা করেও লাভ হয়নি, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই খবরে সকলেরই মনখারাপ করে। মন খারাপ তো থাকবেই। প্রচন্ড ভেঙে পড়েছিলেন অ্যালবার্ট। কিন্তু জীবন তো থেমে থাকবেনা, এগিয়ে তো যেতেই হবে। এই মঞ্চে আসতে চাননি কাবো,  পূজাই জোর করে তাকে নিয়ে আসে।

আর তাই আবারও যাতে নতুন জীবন শুরু করতে পারেন দুজনে, তার জন্য এই ব্যবস্থা করা হয়। সূরজ বারজাতিয়াকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘বেদির চারপাশে সবাই ঘোরে, কিন্তু বাস্তব জীবনের আগুনে যে সম্পর্ক টিকে থাকে, সেটাই আসল বিয়ে’। সম্প্রতি জি এর তরফ থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়।

তাতে দেখা গেল বিখ্যাত পরিচালক সূরজ বারজাতিয়া অ্যালবার্ট এবং পূজা ছেত্রীর বিবাহ দিলেন। দুজনের মালা বদল হয়। সেটেই সাতপাক ঘোরেন। সকলেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কাবোর পরনে রয়েছে সাদা রংয়ের শেরওয়ানি আর মাথায় রয়েছে গোলাপি রংয়ের পাগড়ি। আর স্ত্রী পূজা পড়েছেন ম্যাচিং করে লেহেঙ্গা। 

× close ad