‘বালিঝড়ে’র পর, শেষ হচ্ছে স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক!

ধারাবাহিকের নির্ভরশীলতা কিন্তু টিআরপির উপরেই। টিআরপি যদি ভালো থাকে তাহলে ধারাবাহিক বেশিদিন এগোবে। অতীতের দিকে তাকালে লক্ষ্য করা যাবে অতীতে এমন অনেক ধারাবাহিক রয়েছে, যা

Saranna

in star jalsha radhakrishna repeate serial ending soon

ধারাবাহিকের নির্ভরশীলতা কিন্তু টিআরপির উপরেই। টিআরপি যদি ভালো থাকে তাহলে ধারাবাহিক বেশিদিন এগোবে। অতীতের দিকে তাকালে লক্ষ্য করা যাবে অতীতে এমন অনেক ধারাবাহিক রয়েছে, যা চলেছিল ৪-৫ বছর। কিন্তু সেই তুলনায় বর্তমান ধারাবাহিক গুলোর আয়ু তিন মাস কিংবা ৯ মাস। এরপরই শেষ। এই শেষ গুলো কিন্তু করা হয় টিআরপির উপর ভিত্তি করেই।

স্টার জলসায় (Star Jalsha) ইতিমধ্যেই শেষ হতে চলেছে অনেকগুলো ধারাবাহিক। গুঞ্জন শোনা যাচ্ছিল গাঁটছড়া শেষ হবে, কিন্তু শোনা যাচ্ছে, শেষ হবেনা গাঁটছড়া। তবে শোনা যাচ্ছিল শেষ হতে পারে বালিঝড়। আর অবশেষে সেটাই হল কিছুদিন আগেই শেষ হয়েছে বালিঝড়। এর মাঝেই শোনা গেল স্টার জলসার একটি ধারাবাহিকের বন্ধের কথা।

in star jalsha radhakrishna serial end soon

স্টার জলসার পর্দায় রাত ১০ টায় সম্প্রচার হত ভক্তিমূলক ধারাবাহিক ‘রাধাকৃষ্ণ’ (Radhakrishna)। এই ধারাবাহিক বেশ জনপ্রিয় দর্শকমহলে, সকলেই বেশ পছন্দ করতেন। রাত ১০ টার স্লটে দেখা মিলত। আর এই ধারাবাহিকের সমাপ্তি ঘটবে ৩০ শে এপ্রিল। আর তাই ২৪ থেকে ৩০ শে এপ্রিল রাধাকৃষ্ণের অন্তিম সপ্তাহ দেখানো হবে।

এই ধারাবাহিক শেষ হয়ে গেলে এর পরিবর্তে ১ মে রাত ১১ টা থেকে দেখা যাবে, জয় মা বৈষ্ণো দেবী। উল্লেখ্য, এই ধারাবাহিকে কৃষ্ণর চরিত্রে অভিনয় করছে সুমেধ মুদ্গালকার (Sumedh Mudgalkar)। এবং রাধার চরিত্রে দেখা যাচ্ছে, মল্লিকাকে। সুমেধ মহারাষ্ট্রের ছেলে, খুবই কৃষ্ণ ভক্ত। ‘মহারাষ্ট্র ইনস্টিটিউট অফ টেকনোলজি” থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন।

in star jalsha radhakrishna repeate serial end soon

এছাড়াও ২০১২ সালে “ডান্স মহারাষ্ট্র ডান্স” প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ২০১৩ সালে অংশগ্রহণ করে ফাইনালে পৌঁছায়। প্রথমদিকে মারাঠী সিনেমায় অভিনয় করেন, পরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করে মন জিতে নেন। “চ্যানেল v”এ “দিল দোস্তি ডান্স”এ অভিনয় করেন। এরপর ২০১৮ থেকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন।

× close ad