জৈষ্ঠ মাস মানেই জামাই ষষ্ঠী। বাঙালিদের সব বাড়িতে এই জামাই ষষ্ঠী উদযাপন হয়। এটা একটা উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতে আনন্দের সৃষ্টি হয়। বাস্তব জগতে যা উৎসব, আচার-অনুষ্ঠান রয়েছে সবটাই কিন্তু টিভির পর্দায় তুলে ধরা হয় ধারাবাহিকের মাধ্যমে। দূর্গাপূজা থেকে ভাইফোঁটা সবটাই তুলে ধরা হয়। তাহলে জামাই ষষ্ঠীটা কেন বাদ যাবে? তাই না।
অনুরাগীদের নিজেদের জামাই ষষ্ঠী পালন হওয়ার পর তারা খোঁজ করেন টিভির পর্দায় যাদের দেখেন, তাদের কি জামাই ষষ্ঠী হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে। আজ এমন এক ধারাবাহিকের কথা বলব, যেখানে শুরু হবে জামাই ষষ্ঠীর এপিসোড। দর্শকদের অত্যন্ত পছন্দের একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। এই ধারাবাহিক দর্শকমহলে বেশ জনপ্রিয়। সকলেরই বেশ পছন্দের এটি।
আর সেই পছন্দের স্বরূপ দেখা গেছে টিআরপি তালিকায়। ধারাবাহিকের মূল ইউএসপি সোনা রূপা। তাদের মনোমুগ্ধকর কথাবার্তায় দর্শকরা আপ্লুত। জয় সোনা-রূপা এবং দীপাকে নিয়ে জামাই ষষ্ঠীর বাজার করে দীপার বাপের বাড়িতে হাজির হয়েছে। কিন্তু উপস্থিত নেই সূর্য। আর তাই জয় নানারকম পরিকল্পনা করতে থাকে কীভাবে সূর্যকে আনা যায়। আর এমতাবস্থায় তার মাথায় একটা নতুন পরিকল্পনা এল।
সে সোনা রূপাকে দিয়ে একটি ভিডিও করাল। যেখানে দেখা যাচ্ছে দুজনেরই হাঁচি হচ্ছে। আর এই ভিডিও দেখে সূর্য চিন্তিত হয়ে পড়ে। জয়কে ফোন করে জিজ্ঞাসা করে কোথায় তোরা? ঠিকানা জেনে সূর্য তৎক্ষণাৎ পৌঁছে যায় দীপার বাপের বাড়ি। কিন্তু শেষপর্যন্ত জামাই আদর আর সম্পন্ন হয়না।
সূর্য বুঝতে পারে তাকে পরিকল্পনা করে ডাকা হয়েছে। আর তাই সে রাগ করে বেড়িয়ে যায়। অন্যদিকে উর্মি সন্তানসম্ভবা। জামাই ষষ্ঠীর দিনেই তাঁর শরীর খারাপ হতে লাগে। তৎক্ষণাৎ তাকে সূর্যর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূর্য তার সব রাগ ভুলে উর্মির শ্রুশ্রষা করে। খুব শীঘ্রই উর্মির কোলে আসবে নতুন সদস্য।