Ipshita Mukherjee-Koko : টলি (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইপ্সিতা মুখার্জী (Ipshita Mukherjee)। অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে, স্টার জলসার (Star Jalsha) জল থৈ থৈ ভালোবাসা (Jol Thoi Thoi Valobasa)তে। এই ধারাবাহিকে টিটো ওরফে দেবত্তম মজুমদারের স্ত্রী কোকোর চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্র এবং টিটো কোকোর জুটি সকলেরই বেশ পছন্দের। সেই ছোটো থেকে অভিনয় করছেন ইপ্সিতা।
আজ অনেক গুলো বছর পেরিয়ে গেছে। ফেলে এসেছেন অনেক কিছুই। ফেলে এসেছেন পুরানো প্রেম। আর সেই পুরানো প্রেম কেমন ছিল? সেটাই জানালেন সাক্ষাৎকারে। তিনি জানান, তাঁর জীবনের প্রথম প্রেম স্কুলে পড়াকালীন। তখন তিনি ক্লাস নাইনে পড়েন, সেই থেকেই আলাপ পরিচয়। তাঁর প্রেমে পড়ার সময় টা এরকম লারেলাপ্পা ভাবে নয়।
View this post on Instagram
তিনি প্রেমে পড়তেন রবীন্দ্রনাথের গান শুনে। বাইরে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ফোনে কথা বলা, সবাই ঘুমিয়ে পড়লে ফিসফিস করে কথা বলা। এইভাবেই প্রেমটা ধীর গতিতে এগিয়েছিল। কিন্তু সেই প্রেম আর নেই, তবে মানুষটির সাথে যোগাযোগ রয়ে গেছে। অভিনেত্রীর কথায় মায়ের জন্য তাঁর প্রথম প্রেমটা ভেঙে যায়! মাকে লুকিয়ে কথা হত।
আরও পড়ুনঃ ভুলে ভরা জীবনে মেয়েরাও হয়ে গেল পর! ব্যর্থ বাবা সূর্য, বলছেন দর্শকেরা
কিন্তু মা একদিন ধরে ফেলেন, আর তারপর সব জেনে যান। ইপ্সিতা যেহেতু সেইসময় অনেকটাই ছোটো ছিলেন, তাই ছেলেটার বাড়ি গিয়ে তার মা সেই প্রেম ভেস্তে দেন। অতীতে যা ছিল, ছিল। এই মুহূর্তে ইপ্সিতার কাছে প্রেম মানে একটা চয়েস। আগে প্রেম হত, কিন্তু এখন আমরা প্রেমটা চুস করি। এখন আমরা বলি প্রেম করব। এটাই ঠিক, তা নাহলে খুব মুশকিল।
View this post on Instagram
ওই প্রেম যদি হতে হয়, এত মানুষ তোমার মধ্যে প্রেম হওয়াবে সেখানে মুশকিলে পড়ে যেতে হয়। তাই এখন প্রেম করতে গেলে একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে প্রেম করা ভালো। তা নাহলে অনেক দুঃখ পেতে হয় জীবনে। এখন তিনি খুবই ব্যস্ত, সেইভাবে আর প্রেম করা হয়ে উঠছেনা। তবে তিনি চেষ্টা করবেন, কাজের ফাঁকে যেন সেই প্রেমটা করা হয়ে ওঠে।