সিনেমায় নামছেন, BCCI (Board of Control for Cricket in India) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এই খবর সোমবার বিকেলে ছড়িয়ে পড়তেই শোরগোল নেটপাড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, সেটা একটি ছবির পোস্টার। সেই পোস্টারে মহারাজের ছবি দিয়ে লেখা আছে, ‘মেগা ব্লকবাস্টার’ ৷ ছবিতে দেখা যাচ্ছে, মহারাজের পরনে রয়েছে নীল পাঞ্জাবি। আর ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, রাতের তিলোত্তমার রাস্তা।
এই ছবিতে লেখা হয়েছে, এটি প্রকাশ হবে ৪ ই সেপ্টেম্বর, শ্রেষ্ঠাংশে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে মহারাজ এখনও কিছু জানাননি। কিছুদিন আগেই জল্পনা চলছিল দাদার বায়োপিক আসছে। তাহলে কি সেই বায়োপিকই আসছে? দাদা কি সবাইকে সারপ্রাইজ দিতে চলেছেন। এসবের জন্য অপেক্ষা করতে হবে ৪ই সেপ্টেম্বর পর্যন্ত।
দাদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তানিয়া ভট্টাচার্য জানিয়েছেন, ‘দাদা যে অভিনয়ে নামছেন, এই ব্যাপারটা সত্যি নয়, এটি একটি বিজ্ঞাপনী প্রচার মাত্র। আসল খবরটা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত । ‘ তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ছবির পোস্টার দেখে নেটিজেনরা বেশ উদগ্রীব। তাদের দাবি সিনেমা করলেও মন্দ হয় না।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেনে খেলতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ইন্ডিয়া মহারাজাস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস এই দুই দলের খেলা হবে। ভারতীয় দলের হয়ে খেলবেন বাঁহাতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকছেন, বীরেন্দ্র সেওয়াগ , মহম্মদ কাইফ , ইরফান পাঠান , ইউসুফ পাঠান , হরভজন সিং ও শ্রীসান্ত।
Dada ❤️❤️
Mega Blockbuster ????@SGanguly99#SouravGanguly pic.twitter.com/GTEzh5uCj5— Captain Ganguly is Back (@souravism78) August 29, 2022
অন্যদিকে ভারতের বিপক্ষে যে দল রয়েছে, সেই দলে থাকছেন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সিমনস, হর্শল গিবস, জ্য়াক কালিস, সনৎ জয়সূর্য, ম্যাট প্রিওর, নাথায় ম্যাককালাম, জন্টি রোডস, মুথাইয়্যা মুরলিধরন, ডেল স্টেইন। এতদিন পর যে সৌরভ গঙ্গোপাধ্যায় মাঠে নামছেন, দর্শকরা তাঁর কাছে থেকে আগের মত ছক্কা পেতে পারেন?
এ প্রসঙ্গে তিনি জানান, ‘জানিনা কী হবে, অনেক দিন ধরেই ক্রিকেট খেলছিনা, তাই আগের মত কভার ড্রাইভ খেলতে পারব কি না জানিনা। আমি চাই সবার আগে ব্যাটে বল লাগুক। এই খেলাতে সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমি এই ম্যাচে খেলব এবং খেলাটা উপভোগ করব।’