ঈশান নাকি অন্য কেউ, কে ফিরল গৌরীর জীবনে? নতুন চমক ‘গৌরী এলো’তে

ধারাবাহিকের শেষ কথা কিন্তু টিআরপিই বলে। সকলেই জানি, যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিকের আয়ুও ততদিন পর্যন্ত চলে। তাই তো ধারাবাহিকের টিআরপি বাড়াতে অর্থাৎ

Saranna

ishan return on gouri with a new streange look in gouri elo

ধারাবাহিকের শেষ কথা কিন্তু টিআরপিই বলে। সকলেই জানি, যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিকের আয়ুও ততদিন পর্যন্ত চলে। তাই তো ধারাবাহিকের টিআরপি বাড়াতে অর্থাৎ দর্শক আনতে হবে ধারাবাহিকে অনেক কারিকুরি করা হয়। সব ধারাবাহিকেই এই পন্থা ব্যবহার করা হয়। এই পন্থার সার্থক ব্যবহার দেখা যায় অলৌকিক ধারাবাহিক গুলোতে।

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। টিআরপি তালিকাতে বেশ নাম করেছে ধারাবাহিকটি। তবে টিআরপি তালিকা ধরে রাখতে নয়া চমক নিয়ে এসে হাজির হয়েছে পর্দায়। যারা গৌরী এল ধারাবাহিক দেখেন তারা জানেন ঈশান মারা গেছে। এই পরিস্থিতিতে গৌরীর গর্ভে এসেছে সন্তান। কিন্তু ঈশান না থাকায় সবটাই কেমন ফাঁকা ফাঁকা মনে হয়।

সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজ থেকে কয়েকটি ছবি শেয়ার করা হয়, যেখানে দেখা যায় সন্ন্যাসী রূপে বসে রয়েছে এক ব্যক্তি। ভালো করে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে, এই ব্যক্তি অন্য কোনো লোক নয়, এটি হল ঈশান। তাহলে ঈশান মারা যায়নি। সে আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে। এবার গৌরী কী করে সেটাই দেখার।

এক অনুরাগী ঈশানের এই নতুন লুক দেখে বলেছেন, “সবাই বলাবলি করছে কে সেই বাবা? যে কিনা চোখের নিমেষেই সবার দুঃখ দুর করে দিতে পারে। শরীরে বাঘের ছাল, পাশে ত্রিশূল, দুই হাতে রুদ্রাক্ষের মালা, এক মনে বট বৃক্ষের তলায় বসে আছে। কপালে ছাই ভস্ম মাখানো সাথে তিলক করা এ যেনো সাক্ষাৎ মহাদেব কে দেখতে পেলাম।। অবশেষে সব প্রতীক্ষার অবসান।

ইশান ফিরলো কিন্তু অন্য রূপে। গৌরী মা হবে আর ঈশান ফিরবে না তা কি কখনো হয়। এবার ডাক্তার ঈশান ঘোষাল থেকে কিভাবে এই রূপে রূপান্তরিত হলো না শুধুমাত্র কাউকে ধরার চেষ্টায় এই রূপ ধরা। সেটা সময় বলবে। পেছনে লুকিয়ে আছে কোন অন্য রহস্য। গৌরী এলো টীম এর অনবদ্য প্রেজেন্টেশন।’

× close ad