বাহামণি থেকে লবঙ্গ, সুপারহিট বাংলা সিরিয়ালের এই ৪ নায়িকারা এখন কোথায়?

বাঙালির প্রতিদিনের বিনোদনের সঙ্গী বাংলা সিরিয়াল (Bengali Serial)। জি বাংলা হোক বা ষ্টার জলসা, বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে কিছু মেগা এমন থাকে

Nandini

ishti kutum to jhaj lobongo phul where are these 4 popular bengali serial actresses now

বাঙালির প্রতিদিনের বিনোদনের সঙ্গী বাংলা সিরিয়াল (Bengali Serial)। জি বাংলা হোক বা ষ্টার জলসা, বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে কিছু মেগা এমন থাকে যা মানুষের মনে গেঁথে যায়। যে কারণে সিরিয়াল শেষ হলেও আজও দর্শকেরা সেই নায়িকাদের মনে রেখেছেন। তবে একসময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও সেই সমস্ত অভিনেত্রীদের বর্তমানে সেভাবে দেখা মেলে না টেলিভিশনের পর্দায়। আজ তাদের সম্পর্কেই জানাবো আপনাদের।

ঈশা সাহা (Isha Saha) : একসময় ষ্টার জলসার পর্দায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ সিরিয়াল ছিল সুপারহিট। যেখানে নায়িকার ‘লবঙ্গ’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী ঈশা সাহাকে। লবঙ্গ নামেই তিনি বাংলার সমস্ত দর্শকের কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে প্রজাপতি বিস্কুট, সোয়েটার ও কর্ণসুবর্ণের গুপ্তধন সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। এছাড়াও কিছু ওয়েব সিরিজেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

isha saha

রণিতা দাস (Ranieeta Dash) : বাংলা সিরিয়ালের জগতে ‘ইস্টি কুটুম’ ব্যাপক জনপ্রিয় একটি মেগা। যেখানে বাহামণি চরিত্রে অভিনয় করেছিলেন  অভিনেত্রীর রণিতা দাস। আজও অনেকেই অভিনেত্রীকে বাহামণি নামেই চেনেন। অবশ্য এরপরেও ধন্যি মেয়ে, সোহাগী সিঁদুর এর মত মেগা সিরিয়ালের দেখা গিয়েছে তাকে। বর্তমানে টেলিভিশনে নয় বরং বড় পর্দায় কাজ করছেন অভিনেত্রী।

ranieeta das

আরও পড়ুনঃ দাশগুপ্ত বাড়ির ভালোবাসা পেতেই বিপদে ময়না, মারাত্বক ষড়যন্ত্র করল গুঞ্জা!

জয়িতা সেন (Jayita Sen) : মৌচাক সিরিয়ালের কথা মনে আছে নিশ্চই? এই মৌচাক সিরিয়ালের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় আসেন অভিনেত্রী। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। চাকরিতে যোগ দেন ও পরবর্তীতে ২০১৭ সালেই বিয়ে করেন। বর্তমানে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে চাকরি ও সংসার নিয়েই থাকেন অভিনেত্রী।

joyita sen

সুপর্ণা মালাকার (Suparna Malakar) : একটা সময় ষ্টার জলসার পর্দায় ‘মেঘের পালক’ সিরিয়ালের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই ধারাবাহিকেই নায়িকা হিসাবে দেখা গিয়েছিল অভিনেত্রী সুপর্ণা মালাকারকে। তবে এরপর আর সেভাবে বাংলা টেলিভিশনে দেখা মেলেনি অভিনেত্রীর। জেনে যায় হিন্দি ও পাঞ্জাবি সিরিয়ালে কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও কিছুদিন আগেই একটি বাংলা ওয়েব সিরিয়াজেও কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, ধারাবাহিকের গল্পের সাথে অনেক সময় নিজেদের একাত্ম করে ফেলেন দর্শকেরা। সেই কারণে চরিত্রগুলো যেন মনে থেকে যায়। এমন একাধিক অভিনেত্রীই রয়েছেন, তবে তাদের মধ্যে কিছুজনের নাম আজ নেওয়া হল। আগামীতে বাকি অভিনেত্রীদের নিয়ে আসবে পরবর্তী পার্ট।

× close ad