জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। বর্তমানে এই সিরিয়ালটি টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে আছে। শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক। এর মুখ্য চরিত্র জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল সকলের মন জয় করে নিয়েছেন নিজের প্রথম অভিনয় দিয়েই। সাথে কৌশিকী মুখার্জির মত একজন প্রভাবশালী চরিত্রে অভিনেত্রী রূপসার অভিনয় দর্শককে এই সিরিয়ালের প্রতি আগ্রহী করে তোলে।
তবে ধারাবাহিকটি শুরুর পরে পরেই, মেহেন্দি চরিত্রে বদল দেখা গিয়েছিল। মেহেন্দি চরিত্রে প্রথম ধারাবাহিকের অভিনয় করছিলেন অভিনেত্রী সঞ্চারী দাস। তবে বর্তমানে সেখানে অভিনয় করছেন অভিনেত্রী ঋতুরাই আচার্য। মেহেন্দি চরিত্রে অভিনেত্রী সঞ্চারীকে দেখে দর্শক বেশ খুশি হয়েছিলেন। তবে নিজের শারীরিক অসুস্থতার কারণে তিনি ধারাবাহিক থেকে বিরতি নিতে বাধ্য হন। যদিও মেহেন্দি চরিত্রে নতুন অভিনেত্রীকে দর্শকের মেনে নিতে অসুবিধা ছিল।
তবে বর্তমানে ঋতুরাই নিজেকে চরিত্রে গড়ে তুলতে চেষ্টা করছেন। অন্যদিকে, কিছুদিন আগেই দেখা গেছে এই সিরিয়ালের অন্যতম একজন অভিনেত্রী অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে এক অন্য ধারাবাহিকে। সম্প্রতি, সান বাংলায় নতুন সিরিয়াল ফাগুনের মোহনা নামক একটি সিরিয়ালে প্রোমোতে দেখা গেছে অভিনেত্রীকে। সম্ভবত সেই সিরিয়ালে তিনি নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন। তাকে হয়তো জগদ্ধাত্রীতে কিছুদিনের জন্য দেখা নাও যেতে পারে।
একই সাথে জগদ্ধাত্রীর আরও এক অভিনেত্রীকে দেখা গেল অন্য একটি নতুন ধারাবাহিকের প্রোমোতে। জনপ্রিয় বিনোদন চ্যানেলে নয় বাংলা বিনোদনের অপর একটি চ্যানেল কালার্স বাংলায় (Colors Bangla) একটি নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ হয়েছে ‘নায়িকা নাম্বার ওয়ান’ (Nayika No.1)। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী ঋতব্রতা। এই ধারাবাহীকে অভিনেত্রী ঋতব্রতার মায়ের ভূমিকা অভিনয় করবেন জগদ্ধাত্রী সিরিয়ালে অন্যতম এক অভিনেত্রী সোমাশ্রী চাকি। যিনি বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রী পিসির ভূমিকায় অভিনয় করছেন।
তাকেও হয়তো কিছুদিন পর থেকেই আর বিশেষ দেখা যাবেনা সিরিয়ালে। প্রসঙ্গত, বর্তমানে জগদ্ধাত্রীতে চলছে এক দুর্দান্ত ট্র্যাক। উৎসব জগদ্ধাত্রীকে গুলি করে ফেরার হয়ে গেছে। রাজনাথ মুখার্জী উৎসবকে পুলিশের হাত থেকে বাঁচাতে তার নকল মৃত্যুর মঞ্চ সাজিয়েছেন। সকলের সামনে উৎসবকে মৃত প্রমাণ করার চেষ্টা করছেন যাতে সকলের চোখে ফাঁকি দিয়ে তাকে লুকিয়ে বিদেশে পাঠানো যায়। তবে জ্যাস সান্যালকে ফাঁকি দিয়ে সেটা কতটা সম্ভব সেটাই দেখার। যে আগামী পর্বে চোখ রাখলেই জানা যাবে।