‘জগদ্ধাত্রী’ অভিনেতা এবার এন্ট্রি নিল ‘পুবের ময়না’য়! দেখা মিলবে এই চরিত্রে

Jagadhatri Actor : জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি শুরু থেকে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে সময়ের সাথে সাথে টিআরপি তালিকায় ধারাবাহিকটি নিম্মমুখী হয়েছে। একসময়

Nandini

jagadhatri actor entry on puber moyna serial

Jagadhatri Actor : জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালটি শুরু থেকে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তবে সময়ের সাথে সাথে টিআরপি তালিকায় ধারাবাহিকটি নিম্মমুখী হয়েছে। একসময় যে ধারাবাহিক বেঙ্গল টপারের স্থান জয় করে নিয়েছিল। বর্তমানে তা ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) আর সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee)কে। সিরিয়ালের সাম্প্রতিক ট্র্যাক অনুযায়ী স্বয়ম্ভু এখন ভীষণ বিপদে।

সে একটা বড় চক্রান্তে জড়িয়ে গেছে। জগদ্ধাত্রী একদিকে স্ত্রীর কর্তব্য পালন করে চলেছে তো অন্যদিকে, একজন কর্তব্যপরায়ণ অফিসার হয়ে তদন্ত করে চলেছে। তবে সে স্বয়ম্ভুকে নির্দোষ প্রমান করার সব রকম চেষ্টা করে চলেছে। স্বয়ম্ভু এখন জেল কাস্টাডিতে। মুখার্জী পরিবারের বিশেষ কিছু মানুষ উঠেপড়ে লেগেছে স্বয়ম্ভুকে ফাঁসাতে।

netizen praised kaushiki's character from jagadhatri serial

এরই মাঝে পাওয়া গেল এক চমকে দেওয়া খবর। জানা গেছে, আজ থেকে ‘পুবের ময়না’ (Puber Moyna) ধারাবাহিকে নতুন এক চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ অভিনেতা। .তবে দর্শকের মনে প্রশ্ন তাহলে কি অভিনেতাকে আর ‘জগদ্ধাত্রী’তে দেখা যাবেনা? নাকি তিনি একই সাথে দুই সিরিয়ালে কাজ করবেন। তবে জানিয়ে রাখি ‘পুবের ময়না’য় অভিনেতা সৌম্যদীপ এন্ট্রি নিচ্ছেননা।

আরও পড়ুনঃ ‘রানী’র হয়ত এতটুকুই……..’, রাতারাতি ‘তোমাদের রানী’ বন্ধ নিয়ে মুখ খুললেন অভিকা

 

عرض هذا المنشور على Instagram

 

‏‎تمت مشاركة منشور بواسطة ‏‎Star News‎‏ (@‏‎star_news2024‎‏)‎‏

বরং এন্ট্রি নিচ্ছেন অভিনেতা শুভরঞ্জন মুখার্জী (Subha Ranjan Mukherjee)। যাকে ধারাবাহিকে উত্তীয় চরিত্রে দেখা গিয়েছিল। আর ধারাবাহিকের চলতি গল্প অনুযায়ী উত্তীয়র ট্র্যাক বহুদিন আগেই শেষ করা হয়েছে। তাই এবার থেকে ‘পুবের ময়না’য় অভিনেতাকে শ্রেয়াসের চরিত্রে দেখা যাবে। যে গুঞ্জার বাড়ি অতিথি হয়ে এসেছে বিদেশ থেকে। এই খবরে অভিনেতার অনুরাগীরা বেশ খুশি হয়েছেন।

× close ad