টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেত্রী হলেন, কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)। এই অভিনেত্রী অভিনয় করছিলেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) তে। তাঁকে দেখা গিয়েছে জগদ্ধাত্রীতে জগদ্ধাত্রীর সৎ মায়ের ভূমিকায়। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা, কিন্তু তা সত্ত্বেও দেখা মিলছেনা এই অভিনেত্রীর। তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন? আসলে ঠিক তা নয়, অভিনেত্রী এতদিন হসপিটালে ছিলেন।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কাঞ্চনা। তাতে দেখা যাচ্ছে, হাতে স্যালাইন, নাকে ব্যান্ডেজ, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। এই ছবি দেখে অনেকেই মনে করেছিলেন, হয়ত কোনো ছবির শ্যুটিং এর জন্য এই পোস্ট। আসলে ঠিক তা নয়। বাস্তবে তাঁর সাথে এমন কিছু ঘটেছে যার কারণে আজ তিনি হাসপাতালে।
কাঞ্চনার নাকে রক্ত জমাট বেঁধে ‘হেমাটোমা’ হয়, সে কারণেই অস্ত্রোপচার করতে হয়। হেমাটোমাকে আমরা চলতি ভাষায় বলে থাকি কালশিটে বা রক্ত জমাট বাঁধা। কারোর কোথাও আঘাত লাগলে রক্ত জমাট হয়ে যায়। একেই ডাক্তারি পরিভাষায় বলে হেমাটোমা। কীভাবে তাঁর এই রোগ হয়? আসলে কাঞ্চনার বাড়িতে রয়েছে অনেক পোষ্য। এই পোষ্য গুলো খুবই ছটফটে।
শ্যুটিং এর ফাঁকে অবসর সময়ে এই পোষ্যদের নিয়েই তাঁর দিন কাটে। একদিন এক পোষ্যটিকে মুখের কাছে নিয়ে এসে আদর করছিলেন, আর সেই সময় পোষ্যটি এমন ভাবে মুখ তুলেছিল, যেখানে কাঞ্চনার নাকে আঘাত লাগে, রক্ত জমাট বেঁধে হয়ে যায় হেমাটোমা। এরপর নাক ফুলে ওঠে, ভেতরে ভেতরে ব্যাথা হতে থাকে। প্রথমদিকে গুরুত্ব দেননি, পরে এমন পর্যায়ে চলে যায়, যেখানে অস্ত্রোপচার করতে হয়। বর্তমানে এখন সুস্থ রয়েছেন।
খুব শীঘ্রই ফিরছেন অভিনয় জগতে।উল্লেখ্য, ২০০৮ সালে পরিচালক অতনু বোস এর সেদিন দুজনে চলচ্চিত্র-র মাধ্যমে শুরু হয় অভিনয় যাত্রা। এরপর ২০১১ তে বাই বাই ব্যাংকক সিনেমাতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। তাঁর অভিনীত শেষ সিনেমা জানবাজ (২০১৯)। এরপর সক্রিয় ভাবে ছোটো পর্দায় অভিনয় করতে দেখা গেছে।