জঙ্গলমহলের সীমানা রক্ষা করবে আদিবাসী মহিলারা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরী হল ‘Team Winners’

ঝাড়গ্রামে (Jhargram) মাওবাদীরা নাম করে ছড়ানো হচ্ছে আতঙ্ক। একের পর এক ভুয়ো পোস্টার ঘিরে মাওবাদী আতঙ্কে ঝাড়গ্রামে শোরগোল পরে গেছে। তবে নতুন করে যাতে মাওবাদী

Desk

jangalmahal cross border protect by women team winner's

ঝাড়গ্রামে (Jhargram) মাওবাদীরা নাম করে ছড়ানো হচ্ছে আতঙ্ক। একের পর এক ভুয়ো পোস্টার ঘিরে মাওবাদী আতঙ্কে ঝাড়গ্রামে শোরগোল পরে গেছে। তবে নতুন করে যাতে মাওবাদী আতঙ্ক জেলায় না ছড়ায় সেই ব্যবস্থা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঝাড়গ্রামের নজরদারিতে কোনো ফাঁক রাখেননি তিনি। তিনি জানিয়েছেন, কিছু লোক মিথ্যে মাওবাদীরা খবর রটাচ্ছে, তার পুরোপুরি তদন্ত করা হবে। নজরদারি কড়া করার উদ্দেশ্যে আদিবাসী মহিলাদের নিয়ে পুলিশি টিম উইনার্স ( Team Winner’s) গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জঙ্গলমহল সীমানায় নিরাপত্তায় আদিবাসী মহিলাদের টীম উইনার্স : (Jangalmahal cross border protect by women team Winner’s)

ঝাড়গ্রামের (Jhargram) নজরদারিতে যাতে কোনো ত্রূটি না থাকে সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জাড়গ্রাম সীমান্তের আদিবাসী মহিলাদের নিয়ে পুলিশি টিম উইনার্স (Team Winner’s) গড়ার নির্দেশ দিয়েছেন। এতে নিরাপত্তা আরও কড়া করা যাবে। ঝাড়গ্রামে মাওবাদী গতিবিধির দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) নির্দেশে জেলাশাসক ও প্রাক্তন পুলিশ সুপার কড়া নজরদারি করছিলেন। তারা জানান যে সেখানে কোনোরকম মাওবাদী গতিবিধির প্রমান লক্ষ্য করা যাচ্ছে না।

jangalmahal cross border protect by women team winner

মুখ্যমন্ত্রী জেলা সফরে ঝাড়গ্রাম পৌঁছালে ঝাড়গ্রামের বর্তমান পুলিশ সুপার অরিজিৎ সিনহা (Arijit Sinha) ও বেলপাহাড়ির আইসি বিশ্বজিৎ বিশ্বাসের (Biswajit Biswas) কাছে জানতে চান বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করেছে কিনা? আইসি জানিয়েছেন, ঝাড়খণ্ডের সীমানায় নিয়মিত তল্লাশি করা হয়। এছাড়াও, সি সি টিভি ক্যামেরাতো লাগানোই আছে। তবে নিরাপত্তা আরও করা করতে মুখ্যমন্ত্রী পুলিশের ‘উইনার্স’ টিম গঠন করার নির্দেশ দেন। তিনি মুখ্যসচিবকেও ঝাড়খণ্ডের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন যৌথ ভাবে নিরাপত্তার উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ বড়ো ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের! গরমের ছুটিতেও বন্ধ হবেনা পড়ুয়াদের মিড ডে মিল

মুখ্যমন্ত্রী স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন, মাওবাদ নিয়ে কোনো ভুয়ো আতঙ্ক তিনি জেলায় ছড়িয়ে পড়তে দেবেননা। তিনি সরাসরি পুলিশ সুপারের কাছে জানতে চেয়েছেন যে, সন্ধ্যে ছয় টার পর কাউকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে। তবে পুলিশ সুপার জানান একথা একেবারেই সত্যি নয়। মমতা ব্যানার্জী আরো বলেছেন, সোশ্যাল মিডিয়া সাইটগুলোর প্রতিও যেন কড়া নজর দেওয়া হয়। কারণ সোশ্যাল মিডিয়া মারফত ভুয়ো খবর খুব দ্রুত ছড়িয়ে পরে। আর এমন কিছু যে হচ্ছে সেরকম খবরও মুখ্যমন্ত্রীর কাছে আছে বলে উনি জানিয়েছেন।

Related Post