বাংলায় দর্শকদের বিনোদনের প্রতিদিনের ডোজ মানেই সিরিয়াল। টিভির পর্দায় একাধিক সিরিয়েল রয়েছে, তবে কিছু সিরিয়াল একটু বেশিই ভালো লেগে যায়। আর সাথে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদেরও মনে ধরে যায়। জনপ্রিয় একটি সিরিয়াল শেষ হলে তার তারকাদের খুব মিস করেন দর্শক। তাই সেই তারকাদের পরবর্তী নতুন সিরিয়াল (New Bengali Serial) ও নতুন রূপ কবে আসবে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা।
বিগত কয়েকমাসে একাধিক সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। কোনো সিরিয়ালের প্লট শেষ তো বেশিরভাগই কম টিআরপি (TRP) এর জেরে বন্ধ হয়ে গেছে। তবে বন্ধ হয়ে যাওয়া সিরিয়ালের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের আবারও নতুন করে দেখার জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ইতিমধ্যেই প্রায় প্রতিটি বাংলা বিনোদনের চ্যানেলে একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জীবনসাথী’ (Jibon Saathi) সিরিয়ালের দুই বোন ঝিলাম ও প্রিয়ম দর্শকদের কাছে বেশ পছন্দের চরিত্র ছিল। সিরিয়ালে অভিনয় করে শ্রাবণী ভূঁইয়া (Sraboni Bhuiyan) ও দিয়া বসু (Diya Bose) দুজনেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু সিরিয়ালের TRP অনেকটাই পরে গিয়েছে। তাই সিরিয়ালটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এবার দারুন খবর মিলল ঝিলাম ও প্রিয়ম প্রেমীদের জন্য। শীঘ্রই আবারও পর্দায় ফিরছেন দুই অভিনেত্রীই।
শ্রাবণী ও দিয়া দুজনেই আবারও ছোটপর্দায় ফিরছেন ঠিকই তবে এক সিরিয়ালে নয় বরং দুটি আলাদা আলাদা সিরিয়ালে দেখা মুখ্য চরিত্রে দেখা যাবে তাদের। ইতিমধ্যেই নতুন দুই সিরিয়ালের প্রোমো ভিডিও রিলিজ করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকেও।
ষ্টার জলসার পর্দায় ‘মাধবীলতা’ (Madhobilota) সিরিয়ালে দেখা যাবে শ্রাবণী ভূঁইয়াকে। ইতিমধ্যেই মাধবীলতার প্রোমো ভিডিও রিলিজ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর প্রাণ হল জঙ্গল। গ্রামের মেয়ে হলেও তাঁর স্বপ্ন একদিন ফরেস্ট রেঞ্জ অফিসার হওয়ার। আর তার জন্য এখন থেকেই প্রস্তুত সে। প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে গুন্ডাদের মেরে ভুত করে দিচ্ছে মাধবীলতা। তবে কবে থেকে সিরিয়ালের সম্প্রসার শুরু বা কটা থেকে দেখা যাবে সেটা এপর্যন্ত জানা যায়নি।
এতো গেল একজন, অন্যদিকে কালার্স বাংলার পর্দাতেও এক নতুন সিরিয়াল আসছে। নতুন এই সিরিয়ালের নাম ‘ক্যানিংয়ের মিনু’ (Canning Er Minu) অর্থাৎ মিনু চরিত্রে দেখা যাবে দিয়া বসুকে। এখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র হিসাবে দেখা যাচ্ছে তাকে। প্রিয় সিরিয়ালের দুই অভিনেত্রীকেই একসাথে পর্দায় কামব্যাক করতে দেখে স্বভাবিকভাবেই খুশি দর্শকেরা। তবে আক্ষেপ একটাই যে আলাদা আলাদা সিরিয়ালে দেখতে হবে দুজনকে।