জুলাই মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক! কাজ আটকে যাওয়ার আগেই দেখে নিন ছুটির তালিকা

গোটা জুলাই মাসে কবে কবে বন্ধ ব্যাঙ্ক? কাজ আটকে যাওয়ার আগে থেকেই দেখে রাখুন Bank Holiday লিস্ট....

Nandini

july 2024 bank holiday list

Bank Holidays: বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যাঙ্ক ও ব্যাঙ্কিং সাভিস (Banking Services) অতিপ্রয়োজনীয় হয়ে উঠেছে। সামান্য মুদি দোকানের পেমেন্ট থেকেই মেইন সবটাই এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে। তাছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা সঞ্চয়ী প্রকল্পের কাজও ব্যাঙ্কে গিয়েই করতে হয়। কিন্তু অনেক সময় ছুটির দিন খেয়াল না থাকলে সমস্যায় পড়তে হয়। তাই আগে থেকে Bank Holiday সম্পর্কে জেনে গেলে প্ল্যান করতে সুবিধা হয়।

জুন মাস প্রায় শেষের দিকেই, আর কিছুদিন পরেই জুলাই মাস। আর জুলাই মাসে সব মিলিয়ে প্রায় ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই কোনো কাজ থাকলে আগে থেকেই তারিখ দেখে নেওয়া ভালো। কবে কি কারণে বন্ধ থাকবে দেশের বিভিন্ন ব্যাঙ্ক? নিচে সেইতালিকা দেওয়া হলঃ

indian banks

৩রা জুলাই – শিলংয়ের দিয়েনখলাম উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ
৬ই জুলাই – মিজোরামের আইজলে এমএইচআইপি দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৭ই জুলাই – এই দিন রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক

৮ই জুলাই – কং-রথযাত্রা হওয়ার কারণে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে
৯ জুলাই – দ্রুকপা শে-জি উপলক্ষে গ্যাংটকে এদিন ব্যাঙ্ক বন্ধ
১৩ জুলাই – মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে এদিন স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক বন্ধ থাকবে
১৪ জুলাই – এই দিন রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে ব্যাঙ্ক

১৬ জুলাই – দেরাদুনে এই দিন হরেলা উৎসব পালিত হয়, সেই কারণে ছুটি থাকবে
১৭ জুলাই – মহরম উপলক্ষে এদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ যার মধ্যে পশ্চিমবঙ্গেও এই দিন ছুটি থাকবে
২১ জুলাই – রবিবার হওয়ার কারণে এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে

২৭ জুলাই – ক্যালেন্ডার অনুযায়ী মাসের চতুর্থ শনিবার এই দিন, তাই ব্যাঙ্ক বন্ধ
২৮ জুলাই – রবিবার হওয়ার কারণে এই দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকবে

× close ad