চ্যানেলের সাথে বচসার জেরে একসাথে বন্ধ হতে বসেছে ‘ইচ্ছে পুতুল ও ‘কার কাছে কই মনের কথা!

Zee Bangla : জি বাংলার দুই ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) আর ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache koi Moner Katha)। এই দুই ধারাবাহিকই

Nandini

kar kache koi moner katha and icche putul going off air soon

Zee Bangla : জি বাংলার দুই ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) আর ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache koi Moner Katha)। এই দুই ধারাবাহিকই অর্গানিক প্রোডাক্শনের। কিছুদিন আগেই শুরু হয়েছে  কার কাছে কই মনের কথা সিরিয়ালটি। আর শুরু থেকেই এই ধারাবাহিক বেশ চর্চিত দর্শকমহলে। পাশাপাশি ধারাবাহিকে কঠিন বাস্তবকে ফুটিয়ে তোলা নিয়ে দর্শক লেখকের প্রশংসাও করেছেন।

আবার কিছু সময় শিমুলের উপর হতে থাকা বিভিন্ন অত্যাচার দেখে দর্শক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় চোখ রাখলে এটা স্পষ্ট যে, এই ধারাবাহিক দর্শক মনে দাগ কাটতে সক্ষম হয়েছে। অনুরাগীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। কারণ শুরু থেকেই সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে সিরিয়ালটি।

icche putul serial actress titiksha's bridal look viral on social media

অন্যদিকে, ইচ্ছে পুতুল সিরিয়ালটিও শুরু থেকেই বেশ চর্চিত। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছেনদী ধারাবাহিকের অনুকরণে এই সিরিয়ালের গল্প এমনটাই চর্চা শোনা গিয়েছে দর্শকমহলে। এক-দুবার নয় বরং বারবার। তবে ইদানিংকালে এই ধারাবাহিকের প্রতি দর্শকের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নিতে না পারলেও দর্শকদের মনে একটু একটু করে জায়গা তৈরী করে নিয়েছে।

তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অর্গানিক প্রোডাক্শনের সাথে জি বাংলা চ্যানেলের বচসা শুরু হয়েছে। আর তার কারণেই নাকি একসাথে বন্ধ হয়ে যেতে পারে ‘ইচ্ছে পুতুল’ ও ‘কার কাছে কই মনের কথা’ দুই সিরিয়ালই। যথারীতি এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা বেশ চিন্তায় রয়েছেন। তারা যেন ভাবতেই পারছেননা এমনটা হতে চলেছে। যদিও চ্যানেলের সাথে প্রোডাক্শনের বচসা নতুন জিনিস নয়, তবে প্রিয় ধারাবাহিক বন্ধ হবে শুনলে মনটা খারাপ হয়ে যায় বৈকি।

kar kache koi moner katha serial parag can lost his job for shimul's complain

ইতিমধ্যে জানা গেছে আগামী ৬ ই অক্টোবর থেকে জি বাংলায় আসছে ‘দাদাগিরি’। যার দরুন ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালটি এবার থেকে সম্প্রচারিত হবে সপ্তাহে চার দিন। আর এখানেই ঘোর আপত্তি পরিচালকের। তার কথায়, যদি এই ধারাবাহিক সপ্তাহে চার দিন মাত্র সম্প্রচার হয় তবে তার প্রভাব পড়বে টিআরপিতে। আর সাথে লস ও হবে। কিন্তু চ্যানেল কোনো কথা শুনতে রাজি নয়। তাই এবার দেখার এই গুঞ্জন সত্যি প্রমাণিত হয় নাকি বেঁচে যাবে দুই ধারাবাহিকই?

× close ad