পুলিশের খপ্পরে পড়তেই মুখোশ খুলে গেল পরাগ-পলাশের, ফাঁস ‘কার কাছে কই মনের কথা’ পর্ব!

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটির কাহিনীর জন্য ধারাবাহিকটি এখন সকলের

Saranna

kar kache koi moner katha serial parag and palash show their true colour

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকটির কাহিনীর জন্য ধারাবাহিকটি এখন সকলের কাছে জনপ্রিয়। টিআরপি তালিকাতেও বেশ নাম করে নিয়েছে। এতদিন ধারাবাহিকে দেখা যাচ্ছিল পরাগ আর পলাশ শিমুলের কাছে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু তাদের আসল মুখোশ শিমুলের সামনে খুলে গেল।

যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেনই, পরাগ আর পলাশ শুধু শুধু ভালো হননি, এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের কাজ শুরু করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা। প্রতীক্ষা তাঁর গয়না গুলোকে শিমুলের কাছে রাখতে দেয়। শিমুল নিতে না চাইলেও প্রতীক্ষা জোর করে রাখতে দেয়। এরপর আশীর্বাদের জন্য সবাই যখন নীচে নেমে আসে।

kar kache koi moner katha serial putul caught pratikkha

 

তখন প্রিয়াঙ্কা আর পরাগ দুজনে মিলে আলমারি থেকে গয়না সরিয়ে নেয়। এরপর সুযোগ বুঝে প্রিয়াঙ্কা শতদ্রুর ব্যাগে গয়না গুলো ঢুকিয়ে দেয়। আশীর্বাদ মিটে যাওয়ার পর সকলে বলতে থাকে প্রতীক্ষার গলা খালি খালি লাগছে, মধুবালা দেবী গয়না পড়িয়ে দিতে বলেন। শিমুল যেহেতু গয়না গুলো রেখেছিল, শিমুল তাই গয়না গুলো আনতে যায়। কিন্তু লকার খুলে দেখে কোনো গয়নায় সেখানে নেই।

এরপর পরাগ বলে যতক্ষণ না গয়না পাওয়া যাচ্ছে, ততক্ষণ অবধি বাড়িতেই থাকতে হবে। শতদ্রু বেড়িয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। তাই সে বলে তার ব্যাগটা চেক করতে। এবার দেখা যাবে শতদ্রু আর শিমুলকে মধুবালা দেবী ভুল বুঝবে। মধুবালা দেবী দোষারোপ দেবে শিমুলকে, শতদ্রুর সাথে চলে যাওয়ার জন্যই গয়না চুরি করেছে।

kar kache koi moner katha serial parag try to convaince shimul he changed fully

শিমুল এই সব ঘটনা দেখে বুঝতেই পারে তার উপরে চলছে ষড়যন্ত্র। আর তার কারণেই এত ভালোমানুষ সাজা। এবার কি করবে শিমুল? কি করে নিজেদের এই ষড়যন্ত্র থেকে বার করবে তার উত্তর দেবে আগামী পর্ব। শিমুল যা বুদ্ধিমতী নিয়ে নিজেকে তো নির্দোষ প্রমাণ করবেই। তার পাশাপাশি পরাগ, পলাশ মধুবালা দেবীর থেকে মুখ ফিরিয়ে নেবে।

× close ad