অতীব বাস্তব মুখর কাহিনী নিয়ে সৃষ্ট জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। কয়েকদিন হল শিমুল বেশ শান্তিতেই ছিল, কিন্তু তাকে যে শান্তিতে থাকতে দেবেনা তার শত্রুরা। তাই আবারও তুমুল অশান্তি। এবারের অশান্তি শিমুলের প্রাক্তনকে নিয়ে, আর সেই অশান্তির জেরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে।
শিমুলের শাশুড়ির খুব বেড়ানোর শখ, কিন্তু কেউ তার সেই শখ পূরণ করতে নারাজ। বৌমা শিমুল শাশুড়ির সেই শখ পূরণ করবে। কিন্তু তার জন্য প্রয়োজন টাকার। শিমুল সেই টাকা কোথা থেকে পাবে? তাই নিজের গয়না বন্দক দিয়ে সেই টাকা নিয়ে আসে। বাড়িতে কাউকে না বলে বিপাশার সাথে দুপুর বেলা বেড়িয়ে পড়ে। পরাগ স্কুল থেকে সেদিন তাড়াতাড়ি চলে আসে।
বাড়ি এসে শিমুলকে দেখতে না পাওয়ায় ব্যস্ত হয়ে ওঠে। আর তখনই পলাশ জানায়, শিমুলের চরিত্রে দোষ আছে। তার অতীতের একটা সম্পর্ক ছিল। তার নাম শতদ্রু। হয়ত শিমুল তার সাথেই দেখা করতে গেছে। এই কথা শুনে মাথা গরম হয়ে যায় পরাগ জানিয়ে দেয় এই কথা যদি সত্যি হয়, তাহলে সে ডিভোর্স দেবে শিমুলকে। পরাগের মাও সম্মতি জানায় এই কথায়।
শিমুল বাড়ি ফিরতেই সবাই তাকে কথা শোনাতে ব্যস্ত হয়ে পড়ে। সবাই তাকে প্রশ্ন করে সে কোথায় গিয়েছিল? কাউকে বলে যায়নি কেন? শিমুল জানায় সে ব্যক্তিগত কাজে গিয়েছিল। এরপরই পরাগ প্রশ্ন করে শতদ্রু কে? শিমুল প্রথমে তা বুঝতে না পারলে তাকে ন্যাকা বলে কটাক্ষ করা হয়। তারপর রাতে শিমুলকে পরাগ ঘরে নিয়ে আসে, পুরানো প্রেমের কথা জানতে চায়।
শিমুল স্বীকার করে তার সম্পর্ক ছিল। তবে সেটা বিয়ের আগে। সেই সম্পর্ক টেকেনি। সেও তার মতো সেটেল আর আমিও। রেগে গিয়ে পরাগ চড় মারে। শিমুল পরাগকে জানোয়ার বলে তকমা দেয়। এর জন্য সে পুলিশের কাছে যাবে। আদৌও কি পুলিশের কাছে যাবে কি সেটাই দেখার। তবে প্রিক্যাপে দেখা গেছে, পরাগের স্কুলের হেড মাস্টারের কাছে গিয়ে নালিশ জানায় শিমুল। দেখা যাক কি হয়।