‘আপনি এমন, মেয়ে কি শিখবে?’ বারবার যেচে পরে অপমান করায় প্রতীক্ষার মাকে ধুয়ে দিল শিমুল!

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের গল্প যেভাবে সামনের দিকে অগ্রসর

Saranna

kar kache koi moner katha serial shimul talk back pratikkha's mother for her own insult

Kar Kache Koi Moner Katha : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছে ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের গল্প যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তা দেখে দর্শকরা বেশ খুশি। আর তার কারণেই টিআরপি তালিকায় বেশ ভালো স্থান নিচ্ছে। আগামী দিনে আরও অনেক চমক আসছে ধারাবাহিকে। এতদিন পরাগ ও পলাশকে টাইট দিয়েছে শিমুল। এবার প্রতীক্ষার মাকে টাইট দিল শিমুল। 

ধারাবাহিকের বর্তমান কাহিনীতে দেখা যাচ্ছে, পরাগ শিমুলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সে বলে এবার থেকে সে শিমুলের সাথে সুখে শান্তিতে সংসার করবে। অন্যদিকে আবার  শতদ্রুকে নিজের ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ জানিয়ে আসে। এই সব ঘটনায় শিমুল অবাক। সবাই পরাগ কে বিশ্বাস করলেও শিমুলের মনে একটা খটকা থেকেই যায়। 

kar kache koi moner katha serial shimul fight back against her insult

এরপর দেখা যায়, মধুবালা দেবী শিমুলকে বলে পলাশের গায়ে হলুদটা লাগিয়ে দিতে। যেহেতু সে এই বাড়ির বড়  বৌ। শিমুল প্রথমে রাজি হয়না, তারপর পলাশের কথা শুনে সে রাজি হয়। নাচ গানের মধ্যে দিয়ে বেশ ভালোভাবেই অনুষ্ঠান হচ্ছে। পরাগ মনে মনে বলছে, ‘ করে নাও শিমুল আনন্দ করে নাও।

তারপর দ্যাখো কি হয়। তোমাকে বধিবে  যে গোকুলে বাড়িছে সে’। পলাশও মনে মনে বলে, ‘নেই ধেই করে নাচছে। বাড়ির মান সম্মান আর কিছু রাখছে না। আত্মীয় স্বজনরাও সব হাসাহাসি করছে। করে নাও করে নাও। দুদিন পরে কি করে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হয় তা আমি জানি’। এটা দেখে বোঝায় যাচ্ছে, বেশ বড়সড় ষড়যন্ত্র চলছে।

kar kache koi moner katha serial pratikkha's mother stund by shimul's answer

অন্যদিকে শিমুল প্রতীক্ষার বাড়ি হলুদের বাটি নিয়ে গেলে। তাকে নানারকম অপমান করে। শতদ্রুর প্রসঙ্গও নিয়ে আসে। শিমুল এসব সহ্য করে না, সেও জবাব দেয়। শিমুল বলে, ‘আপনি যদি এরকম কাছা খোলা হন, তাহলে আপনার মেয়ে আপনার থেকে কি শিখবে?’ এই কথা শুনে প্রতীক্ষার মা চুপ করে যায়।

× close ad