এই মুহূর্তের সবথেকে চর্চিত তম সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’(Kar Kache Koi Moner Kotha)। টিআরপি তালিকায় এখনো এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নিতে পারেনি, কিন্তু জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প। তাই তো একটা পর্ব শেষ হওয়ার পরই দর্শকরা অপেক্ষায় থাকেন পরের পর্ব দেখার। এই ধারাবাহিকের শুরু থেকেই দেখা গেছে শাশুড়ি-বউমার তিক্ত সম্পর্ক। সেই তিক্ত সম্পর্ক আজও বহমান।
বর্তমানে ধারাবাহিকের কাহিনীতে দেখা গেছে, পাড়ার অনুষ্ঠানে শিমুল নাচ করুক সেটা শিমুলের শাশুড়ি, স্বামী কেউই যেন নিতে পারেনি। বাড়িতে নাচের রিহার্সাল করায় শিমুলকে বাড়ি থেকে বের করে দেয়। বিপাশাদের হুমকিতে পরে আবার পরাগ শিমুলকে বাড়িতে নিয়ে আসে। পাশাপাশি শিমুলকে জানিয়ে দেয় সে যেন আর কোনোদিন বাড়ি থেকে না বেরোয় এবং অনুষ্ঠানে নাচ না করে।
শিমুল তো হেরে যাওয়ার মেয়ে নয়, যেটা অন্যায় সেটা অন্যায়, সবসময় তার প্রতিবাদ করে এসেছে। এদিনের এপিসোডে দেখা গেল শিমুলকে ঘরে বন্দী করে পাড়ার অনুষ্ঠান দেখতে এসেছে, শিমুলের শাশুড়ি, পরাগ, পলাশ আর তার প্রেমিকা প্রতিজ্ঞা। শিমুল নিষেধের তোয়াক্কা না করেই পাড়ার অনুষ্ঠানে নাচ করে, নিজের মুখ আড়াল করে, তাকে কেউ চিনতে পারেনা।
ঘোমটার আড়ালেও সে খুবই সুন্দর নৃত্য পরিবেশন করে। বাড়ির সকলেই তাকে দেখে অবাক হয়ে যায়। এত সুন্দর নাচ! পলাশ, প্রতিজ্ঞা, মধুবালা সকলেই নাচের প্রশংসা করেন। এরপর নাচ শেষে, দর্শকরা সকলেই অনুরোধ করেন ঘোমটা খোলার। অনুষ্ঠানের সঞ্চালক জানিয়ে দেয় নিশ্চয়ই ঘোমটা খুলবে। নাচ এত ভালো হয়েছে, তার জন্য শিমুলকে ১০ হাজার টাকার একটা চেক দেওয়া হবে। আর সেই চেক হাতে তুলে দেওয়ার জন্য ডাকা হয় শিমুলের শাশুড়ি অর্থাৎ মধুবালা কাকিমাকে।
মধুবালা স্টেজে উঠে পুরস্কারটি হাতে তুলে দেয়। তারপর শিমুল নিজের ঘোমটাটা সরিয়ে নেয়। মধুবালা বলে ওঠে ‘সে কি তুমি’! শিমুল বেশ খুশি হয় পুরস্কার পেয়ে প্রশংসা করে। সেই কথা শুনে মধুবালা রেগে গিয়ে সকলের সামনে একটা চড় কষিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সকলেই প্রতিবাদ করে ওঠে।
আগামী পর্বে দেখা যাবে, বাড়ি ফিরতেই শিমুলকে অনেক কথা শুনতে হয়। শিমুলের সাথে পরাগের মা সংসার করবে না, আর যদি শিমুল এ বাড়িতে থাকে তাহলে তিনি বেড়িয়ে যাবেন। পলাল জানায়, শিমুলের জন্য তুমি কেন বেরোবে? এরপরই রেগে গিয়ে পরাগ শিমুলকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এবার কি সত্যিই শিমুল চলে যাবে? তার উত্তর মিলবে আগামী পর্বে।