Manali-Drronn : অভিনেতা অভিনেত্রীদের পর্দার সম্পর্ক আর বাস্তবের সম্পর্কের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ঠিক সেরকমভাবেই জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকের এই দুই চরিত্র পর্দায় যতই একে অপরের শত্রু হোক না কেন, পর্দার বাইরে কিন্তু দারুণ বন্ডিং তাদের। তারা হলেন ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Katha)র পরাগ আর শিমুল অর্থাৎ অভিনেত্রী মানালি মনিষা দে (Manali Manisha Dey) আর দ্রোণ মুখোপাধ্যায়ের (Drronn Mukherjee)। এই সুন্দর বন্ডিং দেখে বোঝাই যায় না, তারা রিল লাইফে একে অপরের শত্রু।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কথা’ তে এই দুই চরিত্রের দেখা মেলে। এরা দুজন এমন এক স্বামী -স্ত্রী, যাদের শুরু থেকেই কোনো বনিবনা নেই, আর কোনোদিন বনিবনা হবে বলেও মনে হয় না। তাদের সম্পর্কে প্রেম-ভালোবাসা নেই, শুধুই রয়েছে লড়াই। এরকম একটি সম্পর্ক বাংলা ধারাবাহিকে প্রথম। মানালির চরিত্রটা ভীষণ রকমের প্রতিবাদী একটি চরিত্র।
তার দিকে কাদা ছুড়লে, আঙ্গুল তুললে সে কাউকেই ছেড়ে কথা বলেনা। আর দ্রোণের চরিত্রটা অমানবিক। যেখানে রয়েছে শুধুই স্বার্থপরতা। কারোর প্রতি কোনো টান, কোনো মায়া-দয়া নেই। পর্দার এই জটিল সম্পর্ককে ছাপিয়ে গেছে তাদের রিয়েল লাইফের সম্পর্ক। তবে শুধু যে শিমুল চরিত্রের সাথে পরাগের খারাপ সম্পর্ক রয়েছে তা নয়। শিমুলের শুভাকাঙ্ক্ষীদের সাথেও পরাগের মতবিরোধ।
আরও পড়ুনঃ রুপাকে বাঁচাতে বাঘিনী দীপা! হাতেনাতে ধরল মিশকাকে, ফাঁস ধামাকাদার পর্ব
সম্প্রতি ছিল দ্রোণের জন্মদিন। সেই জন্মদিনের একটি ক্লিপ মানালি এবং দ্রোণের সোশ্যাল মিডিয়া সাইডে দেখা গেছে। তাতে দেখা যাচ্ছে, দ্রোণের পর্দার যাদের শত্রু মনে করে। তাদের সাথেই রিয়েল লাইফে হইহই করে জন্মদিন সেলিব্রেশন করছে। এই দৃশ্য দেখে অনেকেই খুশি হয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে মানালি জানিয়েছেন, ‘দ্রোণ দা খুবই ভালো ছেলে, সত্যি সত্যিই ভালো ছেলে। দ্রোণদার সাথে হয়ত এটা আমার প্রথম কাজ। ও অসম্ভব ভালো একজন অভিনেতা। ও যে পার্ট টা করে, এতটাই মন থেকে করে, এতটাই ভালো করে যে, উল্টো দিকে যে থাকে, তারও কাজটা করতে ভালো লাগে।’