রানী রাসমণি অভিনেত্রী ‘জগদম্বা’কে মনে পড়ে? জেনে নিন অভিনেত্রীর আসল পরিচয়

জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni)। এই ধারাবাহিক আপামর বাঙালীর খুব পছন্দের। এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল ২০১৭ সালে, আর

Saranna

karunamoyee rani rashmoni actress sampurnaa mandal's real identity

জি বাংলার জনপ্রিয় এক ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni)। এই ধারাবাহিক আপামর বাঙালীর খুব পছন্দের। এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল ২০১৭ সালে, আর ধারাবাহিকটি শেষ হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। এত বছর ধরে চলা এই ধারাবাহিকটি দর্শকদের কখনও একঘেয়ে লাগেনি। কারণ ধারাবাহিকটিতে রানী রাসমণির পুরো জীবনবৃত্তান্তটি তুলে ধরা হয়েছে।

শুধু তাই নয়, তাঁর মেয়ে, জামাই, নাতি-পুতি সকলেরই জীবন কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এই ধারাবাহিকে এই জগদম্বার ভূমিকায় অভিনয় করেছেন সম্পূর্ণা মন্ডল (Sampurnaa Mandal) । ধারাবাহিকে রানী রাসমণির চার কন্যা ছিল। পদ্মমনি, কুমারী, করুণাময়ী ও জগদম্বা। এই পদ্মমণির সাথে বিয়ে হয় রামচন্দ্র দাসের। কুমারীর সাথে বিয়ে হয়, প্যারিমোহন চৌধুরীর সাথে। করুণাময়ীর বিয়ে হয় মথুরামোহন বিশ্বাসের সাথে। কিন্তু করুণাময়ী মারা যান।

karunamoyee rani rashmoni actress sampurnaa mandal's real identity

তাই তাঁর মৃত্যুর পর মথুরামোহন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বাকে বিয়ে করেন। এই মথুরকে রানী রাসমণি খুব বিশ্বাস করতেন। তাই স্বামীর মৃত্যুর পর জামাই মথুরের হাতে জমিদারির সমস্ত ভার তুলে দেন। মথুরামোহন নিজের মৃত্যুর আগে পর্যন্ত সেই দ্বায়িত্ব পালন করে গেছেন নিষ্ঠার সাথে। আসুন জেনে নিই অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলের পুরো পরিচয়। সম্পূর্ণার জন্ম ২০০৩ সালের ২৫ শে নভেম্বর।

বর্তমানে তাঁর বয়স ১৯ বছর। তাঁর প্রথম অভিনয়ে আসা ২০১৪ সালে তাঁর প্রথম ধারাবাহিক কালার্স বাংলার ‘মা দূর্গা’ ধারাবাহিক। পড়াশোনার পাশাপাশি তার অভিনয় করতেও ভালো লাগত। তাঁর প্রিয় বিষয় হল ইংরেজি। যখন সে স্কুলে যায়, তখন তার স্কুল ছেড়ে আসতে মন চায় না। তবে শ্যুটিং এর কাজের জন্য সপ্তাহে সে দু দিন স্কুলে যায়।

karunamoyee rani rashmoni actress sampurnaa mandal's real identity

স্কুলে সবাই তাঁকে বেশ ভালোবাসে। তবে নিজের ভালোবাসা থেকেই এই অভিনয় জগতে আসা। ছোটো থেকেই সিরিয়াল দেখে নিজে নিজেই বাড়িতে ডায়ালগ বলতেন। অভিনেত্রীর মা ভাবলেন,মেয়ে অভিনয় টা বেশ ভালোই পারবে, তারপর থেকেই আসা অভিনয়ে।

২০১৪ তে প্রথম ধারাবাহিকের পর সে একের পর এক ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পায়। তাঁকে দেখা গিয়েছিল, জি বাংলার ‘গোয়েন্দা গিন্নি’ ধারাবাহিকে। এরপর ২০১৭ তে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করেন। এই ধারাবাহিক থেকেই সে সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।

karunamoyee rani rashmoni actress sampurnaa mandal's real identity

এরপর সে অভিনয় করেন স্টার জলসার ‘দূর্গা দূর্গেশ্বরী’ ধারাবাহিকে। শুধু ছোটো পর্দা নয়, ওয়েব সিরিজেও তাঁর ডেবিউ ঘটেছে। ‘হ্যালো’ ওয়েব সিরিজে রাইমা সেনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন, আকাশ আট চ্যানেলে সম্প্রচারিত হওয়া একটি ধারাবাহিক ‘হয়ত তোমারই জন্য’।

× close ad