মা অষ্টাদশী, পর্দার মেয়ে ২৫ বছর বয়সী! ‘খেলনা বাড়ি’র লিপ নিয়ে অকপট আরাত্রিকা

ধারাবাহিকের চমক আনতে, ধারাবাহিকের ঘটনা গুলোকে অনেক বছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে বলা হয় লিপ নেওয়া। জি থেকে স্টার প্রত্যেকটি চ্যানেলেই দেখা যাচ্ছে ধারাবাহিক

Saranna

khelna bari actress aratrika maity openup about her character as a mother

ধারাবাহিকের চমক আনতে, ধারাবাহিকের ঘটনা গুলোকে অনেক বছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে বলা হয় লিপ নেওয়া। জি থেকে স্টার প্রত্যেকটি চ্যানেলেই দেখা যাচ্ছে ধারাবাহিক লিপ নিচ্ছে। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। টিআরপি তেও বেশ ভালো ফলাফল। একেবারে তৃতীয় স্থানে রয়েছে। তবে চমক বাড়াতে এই ধারাবাহিকের কাহিনীতেও দেখা যাচ্ছে, ধারাবাহিকটি লিপ নিয়েছে।

লিপ নেওয়ার পর বয়সের অসংগতি চোখে পড়ছে দর্শকদের। ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে, মিতুলের সদ্যজাত সন্তান হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায়। এর মাঝে এগিয়ে যায় বেশ কিছু বছর। মিতুলের মেয়ে গুগলি কলেজে পড়ে। গুগলিকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাওয়ার দিন দেখে একটি ছেলে কলেজে মারামারি করছে, আর তা দেখে ছেলেটিকে চড় কষিয়ে দেয় মিতুল।

khelna bari actress aratrika maity aka mitul openup about her character

এটাই হয়তো মিতুলের সেই হারিয়ে যাওয়া ছেলে। মিতুলের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অভিনেত্রী নিজেই এখনো পেড়োয়নি স্কুলের গন্ডি। একজন স্কুল পড়ুয়া হয়ে মায়ের চরিত্রে অভিনয় কতটা চ্যালেঞ্জিং আরাত্রিকার কাছে? আর পর্দায় তাঁর ছেলে-মেয়েরা কলেজ পড়ুয়া। একজন ১৮ বছর বয়সী মেয়ের মেয়ের বয়স ২৫। কীভাবে করছেন অভিনয়?

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘এই চরিত্রে অভিনয় করা খুবই কঠিন। আমি এখনও স্কুল পড়ুয়া, আর আমার ছেলে-মেয়েরা কলেজ পড়ুয়া। ফলে আমার ছেলে মেয়েরা আমার থেকে বড়। বয়সের ফারাক মেকআপের মাধ্যমে বোঝা যাবে। কিন্তু আচরণের দিক থেকে অনেক পরিবর্তন আসবে । প্রোমোতে দেখে অনেকেই কোনও পার্থক্য খুঁজে পাবেননা। চেষ্টা করছি সব ঠিকঠাক ভাবে করার’।

khelna bari actress aratrika maity openup about her character

তবে এই চরিত্রে অভিনয় করতে তাঁর বেশ ভালোই লাগছে। অভিনেত্রীর কথায়, ‘কম বয়সে মায়ের চরিত্র করতে বেশ ভালোই লাগছে’। পর্দায় যাকে বড় গুগলির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে, সে আরাত্রিকার থেকে বয়সে বড়। তবে মায়ের বয়স কম আর ছেলে-মেয়ের বয়স বেশি, এরকম উদাহরণ এর আগেও ঘটেছে। জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকেও এই ঘটনা লক্ষ্য করা গিয়েছিল।

× close ad