আগস্টের শেষ দিকে শেষ হয়েছে ‘খড়কুটো’ (Khorkuto)। স্টার জলসায় (Star Jalsha) এই ধারাবাহিকটি দুবছর চলেছিল, তারপরেই দর্শকদের সবার কাছে থেকে বিদায় নিয়েছে, সৌজন্য গুনগুন (Soujanyo Gungun) সহ মুখার্জি পরিবার। গুনগুনের মৃত্যুতে সকল অনুরাগীদের মন খারাপ। কেউ চায়নি, এমন ভাবে শেষ হোক এই ধারাবাহিক। সকলেই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপরে বিক্ষুদ্ধ হয়েছেন। তবে দুঃখের মাঝেও একটা চমক দিয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।
শেষ পর্বে দেখা যায়, ধারাবাহিকটি লিপি নিয়েছে, ২৫ বছরের। দেখা যাচ্ছে, সৌগুণের ছেলে, চাঁদ বড় হয়ে একজন বিখ্যাত অঙ্কলজিস্ট হয়েছেন। আর হাসপাতালে দেখা মিলেছে, স্রোতস্বিনী নামক একটি মেয়ের। তার ডাক নাম গুনগুন। আর দেখতেও গুনগুনের মত। একইরকম ছটফটে, একইরকম হাসি। এমনকি সেই সৌজন্য আর গুনগুনের মতোই চাঁদ আর স্রোতস্বিনীর ঝগড়া চলছে। ফিরেছে একটা নতুন প্রজন্মের প্রেম।
সবাই এই প্রোমো দেখে একটু খুশি হয়েছিলেন। কারণ সকলেই চেয়েছিলেন খড়কুটো যেন শেষ না হয়। আর শেষ পর্বে তো সেটিই দেখা গেল, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ মনে একটা রেষ রয়ে গেল। তাহলে কি সত্যিই আসছে ‘খড়কুটো 2’। যদি আসে দর্শকরাও তাকে স্বাগত জানাচ্ছেন। আর চাইছেন যেন আসুক ধারাবাহিকটি।
সৌজন্যের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক রায়। তিনি ইন্সটাগ্রামে নিজের সাদা কালো ছবির একটা রিল ভিডিও শেয়ার করেছেন। আর সাথে ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানটি অ্যাড করেছেন। এছাড়াও খড়কুটোর সৌজন্যের সাজে আরও একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। তাঁর তাকানো তাঁর হাঁটা দেখে সবাই পাগল।
View this post on Instagram
তাই তো অনুরাগীরা লিখছেন, ‘প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো টেলিভিশনের পর্দায়, আমি তোমাকে খুব মিস করি’। আর একজন লিখেছেন, ‘ এইভাবেই তো তোমাকে দেখতে চায়, খুব তাড়াতাড়ি ফিরে এসো পর্দায়’। এই ভিডিও গুলো সম্প্রতি পোস্ট করা। তাহলে কি পর্দার সৌজন্য ইঙ্গিত দিচ্ছেন, খড়কুটো ২ এর। দেখা যাক, সময় এলেই বোঝা যাবে। এখনও চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাননি।