এবার ভিলেন চরিত্রে পর্দায় ফিরছেন খড়কুটোর এই অভিনেত্রী! খবর প্রকাশ পেতেই উচ্ছসিত অনুরাগীরা

স্টার জলসায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল, গুনগুনের ছেলেমানুষি সৌজন্যের মত একজন ম্যাচিউর মানুষ কীভাবে সবটা অ্যাডজাস্ট করত। সেই

Saranna

khorkuto actress sonnal mishra ake saji coming on alor thikana serial

স্টার জলসায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল, গুনগুনের ছেলেমানুষি সৌজন্যের মত একজন ম্যাচিউর মানুষ কীভাবে সবটা অ্যাডজাস্ট করত। সেই নিয়ে আর একটা মেয়ের ছোট্ট পরিবার থেকে একান্নবর্তী পরিবারে এসে সকলকে নিজের ভালোবাসায় মুড়ে নেওয়া। এই নিয়েই ছিল খড়কুটো।

দর্শক বেশ পছন্দ করতেন গুণগুণ সৌজন্য জুটিটাকে। অভিষেক ব্যানার্জীর মৃত্যুর পর, ধারাবাহিকে অবনতি ঘটে , টিআরপি কমতে থাকে । টিআরপি কম থাকার কারণে ধারাবাহিকটি সময়ের আগেই শেষ করে দেওয়া হয়। ধারাবাহিকে গুনগুন ছাড়াও ছিল আরও একটি জনপ্রিয় চরিত্র। সেটা হল সাজি। সাজির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনাল মিশ্রা (Sonnal Mishra)।

sonnal mishra

 

এই চরিত্রটি ছিল পটকার মেয়ে। তাঁর একবার বিয়ে হয়ে যায়, কিন্তু সেই ছেলে ভালো ছেলে ছিলনা, তাই আবার সে প্রেমে পড়ে কলেজের ফিজিক্স এর গেস্ট লেকচারার স্রোত সেনগুপ্তের সাথে। শেষপর্যন্ত সবার অনুমতিতে তাঁর সাথেই বিয়ে হয় সাজির। এই সাজির বিয়ের অনুষ্ঠান আর গুনগুনের মৃত্যু দিয়ে খড়কুটো ধারাবাহিকের সমাপ্তি ঘটে।

খড়কুটো শেষ হয়ে যাওয়ার পর দর্শকরা অপেক্ষা করছিল, কবে আবার পর্দায় দেখা মিলবে তাঁর। প্রতিটি চরিত্রই দর্শকের কাছে বেশ পছন্দের হয়ে ওঠে। তবে দর্শকদের জন্য অভিনেত্রী দিলেন সুখবর। খুব শীঘ্রই আবার ছোট পর্দায় দেখা মিলছে তাঁর। এক অন্যরকম চরিত্রে তিনি অভিনয় করছেন, এর আগে তাঁকে কখনও এরকম চরিত্রে অভিনয় করতে দেখেননি দর্শকরা।

khorkuto actress sonnal mishra ake saji

 

সান বাংলার নতুন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’ (Alor Thikana) তে এক অন্যরকম চরিত্র নিয়ে আসছেন অভিনেত্রী সোনাল মিশ্রা। তাঁর কথায়, ‘এই চরিত্রটির নাম টাপুর, আমি এতদিন যেরকম চরিত্র করেছি, তার থেকে একটু আলাদা, একটু মডার্ন, একটু স্বাধীন’। এই নতুন চরিত্রের স্বাদ উপভোগ করতে দর্শকদের চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়। এবার এটাই দেখার খলনায়িকা নাকি নরম চরিত্র, নতুন কিভাবে দেখা মিলবে তাঁর।

আরও পড়ুনঃ শেষ হয়েও হইল না শেষ, নতুন করে শুরু হল ‘খড়কুটো’, ফিরে এলো ‘গুনগুন’! আনন্দিত দর্শক

উল্লেখ্য, এই নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন দেবাদৃতা বসু (Debadrita Basu) ও জন ভট্টাচার্য (John Bhattacharya) । দুই জুটি নতুন। প্রথম বার লিড চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনকে, আর দেবাদৃতা তো এর আগেও লিড রোলে অভিনয় করেছেন। এই ধারাবাহিক একেবারে ভিন্ন স্বাদের। তাই দেখতে হলে সান বাংলায় চোখ রাখতে হবে।

× close ad