গুনগুনের মৃত্যু দিয়ে শেষ হচ্ছে খড়কুটো! লেখিকার কাছে গুনুকে বাঁচিয়ে রাখার আর্জি নেটিজেনদের

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। এই ধারাবাহিক টি শুরু হয়েছিল ২০২০ সালের আগস্ট মাসে। শুরু থেকেই ধারাবাহিকটি সকলের মন জয় করে নিয়েছিল। সবার

Saranna

khorkuto serial will end with gunagun's death

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। এই ধারাবাহিক টি শুরু হয়েছিল ২০২০ সালের আগস্ট মাসে। শুরু থেকেই ধারাবাহিকটি সকলের মন জয় করে নিয়েছিল। সবার প্রিয় গুনগুন সকলের চোখের মণি। দর্শকরা তো তার থেকে চোখ সরাতেই পারে না। সে যেন তাদের ঘরের মেয়ে। প্রথম থেকেই টিআরপির ফলাফল বেশ ভালো । 

তবে বর্তমানে টিআরপির ফলাফল খুব খারাপ। অভিনেতা অভিষেক ব্যানার্জীর মৃত্যুর পর থেকেই যেন, এই ধারাবাহিকের ভিত্তি কিছুটা নড়ে গেছে। টিআরপি তালিকাতে সেই প্রভাব চোখে পড়ছে। তবে মারা যাওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল শেষ হবে এই ধারাবাহিক। আর টিআরপি খারাপের অনেক কারণ রয়েছে, প্রথমত ধারাবাহিকে গুনগুন কে আর দেখা যাচ্ছে না। কারণ গুনগুন অর্থাৎ অভিনেত্রী তৃণা  সাহা ব্যস্ত রয়েছে নতুন প্রজেক্ট নিয়ে। তাই এখানে সময় দিতে পারছেন না। দ্বিতীয়ত গুনগুনের কাহিনী না দেখিয়ে অনান্য দের কাহিনী বর্ণিত হচ্ছে। 

khorkuto serial will end with gunagun's death

সম্প্রতি এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, ননদ সাজির বিয়েতে খুব মজা করছে গুনগুন। কিন্তু মজার মাঝে মাঝেই সে অসুস্থ হয়ে পড়ছে। আসলে গুনগুন খুব অসুস্থ, তাঁর ব্রেন টিউমার ধরা পড়েছে। তার বাঁচার আশা সেরকম নেই। গুনগুন সব জেনেও সবাইকে নিয়ে মজা করছে। কিন্তু হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়, তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। সার্জারি করতে যাওয়ার আগে, গুনগুন সৌজন্য কে বলছে, ‘আমি যেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে সবার আগে তোমাকেই দেখতে পায়। ‘ সৌজন্য উত্তর দেয়, ‘আমি এখানেই থাকব।’

এই পর্ব দেখে নেটিজেনরা কেঁদে ভাসাচ্ছেন। একদিকে যেমন কান্নার নির্মম ছবি, অন্যদিকে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষোভ দাগছে নেটিজেনরা। তাঁরা ভাবছে এই গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হবে ধারাবাহিক। কারণ এর আগেও লেখিকা শ্রীময়ী শেষ করেছিলেন রোহিত সেনের মৃত্যু দিয়ে, আর খড়কুটো শেষ হবে গুনগুনের মৃত্যু দিয়ে। অনুরাগীরা লেখিকাকে অনুরোধ জানাচ্ছেন, গুনগুনকে আবার সুস্থ করার। তারা চাইছে না এই ধারাবাহিক শেষ হোক। 

khorkuto serial will end with gunagun's death

একজন অনুরাগী  গুনগুনের অপারেশনের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে এভাবে বিদায় জানাতে পারবোনা গুনগুন। তোমাকে সুস্থ হয়ে আবার ফিরে আসতে হবে। আর যদি তা না হয় যদি তোমায় সত্যিই বিদায় জানানোর ই হয় তাহলে সেই বিদায় আমি জানাতে পারবোনা, সেক্ষেত্রে এটাই আমার শেষ পোস্ট হবে। অপর একজন লিখেছেন, ‘আর সহ্য করতে পারব না, প্লিস গুনগুনকে বাঁচিয়ে দিন।’

khorkuto serial will end with gunagun's death

তবে অভিনেত্রী তৃণা সাহা জানিয়েছেন, তাঁর কাছে কোনো খবর নেই এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার। তাই সময়ই বলবে, ধারাবাহিক শেষ হবে নাকি, আবার নতুন করে শুরু হবে। প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন ধারাবাহিকে এরকম মোড় ঘোরানো দুর্ধর্ষ কিছু পর্ব হয়েছে। কিন্তু সাধারণত গল্পের নায়ক বা নায়িকা মারা যাননা। এবার এখানে কি ঘটতে চলেছে সেটা সময়ই বলবে।

× close ad