‘বালিঝড়’ নয় ‘খড়কুটো ২’! ‘সৌগুন’ জুটির পর সাঁজি-চিনিকে দেখে প্রশ্ন দর্শকের

স্টার জলসার (Star Jalsha) সুপারহিট ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন হল, কিন্তু এখনও রেশ রয়ে গেছে। এখনও সকলেই সৌগুণের প্রেমে মগ্ন। ধারাবাহিক

Saranna

khorkuto two more actress coming on balijhor

স্টার জলসার (Star Jalsha) সুপারহিট ধারাবাহিক হল ‘খড়কুটো’ (Khorkuto)। ধারাবাহিক শেষ হয়েছে অনেকদিন হল, কিন্তু এখনও রেশ রয়ে গেছে। এখনও সকলেই সৌগুণের প্রেমে মগ্ন। ধারাবাহিক শেষ হতে সবার চোখে জল এসেছিল, কেউ চায়নি শেষ হোক ধারাবাহিক। সবার আর্জি ছিল, এই জুটি আবার ফিরুক অন্য ধারাবাহিকের হাত ধরে। আর সেই অনুরোধ রেখেছেন চ্যানেল কর্তৃপক্ষ  । 

পর্দার সৌগুণ (সৌজন্য ও গুনগুন) অর্থাৎ অভিনেতা কৌশিক রায় এবং তৃণা সাহাকে অনুরাগীরা আবার দেখতে পেল নতুন ভাবে। যা দেখে বেশ খুশি হয়েছেন অনুরাগীরা। তারা ভাবতেই পারেনি, তাদের কথা রাখবে চ্যানেল কর্তৃপক্ষ। কথামতো নতুন ধারাবাহিকে অন্যভাবে দেখা মিলল। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhor) এ। 

khorkuto actress coming on balijhor

এই ধারাবাহিকের কাহিনী ত্রিকোণ প্রেমের। ধারাবাহিকে রয়েছে, তৃণা সাহা, কৌশিক রায় এবং ইন্দ্রাশীষ রায়। জানা যাচ্ছে, গুণগুণের নায়ক ইন্দ্রাশিষ, সৌজন্য নয়। সে যায় হোক অন্তত এক সাথেই তো দেখা যাচ্ছে, এই দেখে একটু খুশি হয়েছেন অনুরাগীরা। তবে একটু বিষণ্ণ, কারণ কৌশিক রায়ের সাথে তৃণার মিল হলে ভালো হত, এই ভেবে। 

তবে ‘খড়কুটো’ -র সাথে এই নতুন ধারাবাহিকের অনেক মিল রয়েছে। প্রথমত খড়কুটো’র মুখ্য নায়ক-নায়িকা ধারাবাহিকে রয়েছে। এমনকি রয়েছে পার্শ্ব চরিত্রের অভিনেত্রীরাও। খড়কুটোতে দেখা গিয়েছিল, গুনগুনের দুই ননদ সাঁজি (অভিনেত্রী সোনাল মিশ্র)  আর চিনিকে (প্রিয়াঙ্কা মিত্র) ।

khorkuto actress coming on balijhor serial

সাজি অভিনয় করবে গুরুত্বপূর্ণ একটি পার্শ্ব চরিত্রে। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘আলোর ঠিকানা’ সিরিয়ালে টাপুর চরিত্রে। খড়কুটো শেষ হওয়ার পর অভিনেত্রী জানিয়েছিলেন, খুব সুন্দর একটা নতুন চরিত্রে তাঁর দেখা মিলবে। অন্যদিকে চিনি কোন চরিত্রে থাকবে তা এখনও জানা যায়নি।

তবে বালিঝড়ের শ্যুটিং ফ্লোরে তাকে প্রায়ই দেখা যায়। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘এক্কা দোক্কা’-তে নায়ক পোখরাজের বোন সৃজার চরিত্রে। তবে ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে, কার কোন চরিত্রে দেখা মিলবে। বালিঝড়ের সাথে খড়কুটো’র মিল দেখে দর্শকরা বুঝতে পারছেন না, এটা ‘খড়কুটো ২’ নাকি ‘বালিঝড়’।

× close ad