যেকোনো কাজেই পড়াশুনা লাগে! নিজের মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করে উত্তর ‘The Bong Guy’ এর

কিরণ দত্ত (Kiran Dutta) নামটা এখন বেশ জনপ্রিয়। একজন বাঙালি সফল ইউটিউবার সে এখন। ইউটিউবে বাঙালি হিসাবে এতো সাফল্য সেই প্রথম পেয়েছে। আজ তাকে সকলে

Desk

kiran dutta motivate student's on shearing his madhyamik result

কিরণ দত্ত (Kiran Dutta) নামটা এখন বেশ জনপ্রিয়। একজন বাঙালি সফল ইউটিউবার সে এখন। ইউটিউবে বাঙালি হিসাবে এতো সাফল্য সেই প্রথম পেয়েছে। আজ তাকে সকলে এক নামেই চেনে দ্য বং গাই (The Bong Guy) । ছোট থেকে বড়ো সকলের মন জয় করেছে এই ইউটিউবার বং গাই। অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। ছোট বড়ো বিতর্কে জড়িয়ে পড়েছে বেশ কয়েকবার। কিন্তু তাতে ছন্দপতন ঘটায়নি সে। বরং সামনের দিকেই এগিয়ে চলেছে ক্রমশ।

সম্প্রতি মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে। আর মাধ্যমিকের ফলাফল বেরোলেই ছাত্রছাত্রী সহ বিশেষত অভিভাবকরা বেশ চিন্তিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। সঠিক কোন পথ বেছে নিলে সন্তান সুনির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাবে। সন্তানের সুনির্দিষ্ট উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তাই অভিভাবকদের একমাত্র চিন্তা। আর মাধ্যমিকের পরেই সেই পথ সুনির্দিষ্ট করে নেওয়া খুব জরুরি। কিরণ দত্ত (Kiran Dutta) নিজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট শেয়ার করে জানায় যেকোনো পেশাতেই পড়াশুনা দরকার।

kiran dutta motivate student's on shearing his madhyamik & h.s. result

মাধ্যমিক ২০২২ রেজাল্ট বেরোনোর পর অনেক কৃতি ছাত্রছাত্রী তাদের ভবিষ্যতের স্বপ্নের কথা জানিয়েছেন। তাদের কথায় কেউ ডাক্তার হতে চায়। কেউ বা ইঞ্জিনিয়ার। আবার কেউ বা স্বনামধন্য কোনো পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের ভবিষ্যৎ চিন্তা শুনে অনেকেই বেশ মজা করেছেন। তবে বং গাই কিরণ দত্ত প্রতিটি মাধ্যমিক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট শেয়ার করে কিছু কথা বলেছেন।

কিরণ সেই ছাত্রছাত্রীদের জানিয়েছেন। পরীক্ষায় প্রাপ্ত নম্বরটি সব নয়। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে নিজেকে গড়ে তুলতে হবে। যে যা পেশাই বেঁচে নিক না কেন ভবিষ্যতে আদতে নিষ্ঠা আর পরিশ্রমটাই কাজে লাগবে। আর যেকোনো কাজের ক্ষেত্রেই বেসিক পড়াশুনা টুকু জানতেই হয়। কিরণের রেজাল্ট সত্যিই চমকপ্রদ। সে প্রায় সব বিষয়েই AA অথবা A+ পেয়েছিলো। তার মাধ্যমিক উচ্চমাধ্যমিক দুইয়েরই রেজাল্ট খুব ভালো ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Kiran Dutta (@yourbongguy)

কিন্তু নিজের পরিশ্রমে আজ সে একটা আলাদা কর্মজগৎ বেছে নিয়েছে। আর আজ সে একজন সফল ইউটিউবার। তার পোস্ট এ সে জানিয়েছে, কম নাম্বার পেলে ভেঙে পড়া উৎসাহিত নয়। বরং আবার উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়াটাই সফল করে তুলবে একদিন। কিরণ নিজেও মাধ্যমিকে ভালো রেজাল্টের পর উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছেন। তার পরেও তিনি নিজেই এই পেশা বেছে নিয়েছেন। যে বাবা-মায়েরা মনে করেন পড়াশুনায় ভালো না হলে তারা ইউটিউবার হয় কিরণ দত্ত তাদের এই কথার একজন বিপরীত প্রমান।

× close ad