আমরা ধারাবাহিকে দেখি অনেক সুন্দর সুন্দর টেলিনায়িকাদের (Telivision actress)। তাঁরা টেলিভিশনের আলাদা আলাদা ধারাবাহিকে অভিনয় করেন। সবার ভূমিকা আলাদা। তবে সকলেই কমবেশি বেশ সুন্দরী। অনুরাগীরা বেশ পছন্দ করেন তাদের। আমরা এদের এত পছন্দ করি বলেই, এদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমাদের বেশ কৌতূহল থাকে। কি করে? কোথায় বাড়ি? বাড়িতে কে আছে? পড়াশোনা কতদূর। আজ আপনাদের জন্য রইল, বাংলা সিরিয়ালের (Bengali Serial) টেলি নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু কথা।
দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) : যিনি জনপ্রিয় হয়েছিলেন স্টার জলসায় বিখ্যাত ধারাবাহিক ‘সাঝের বাতি’ তে অভিনয়ের মাধ্যমে। বর্তমানে অভিনেত্রী অভিনয় করছেন ‘সাহেবের চিঠি’ তে। অভিনেত্রী সিঙ্গুরের মেয়ে, কাজের সূত্রে কলকাতায় থাকেন। সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন। স্কুলের পর আর কলেজে প্রবেশ করেননি, অভিনয়টাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
মানালি মনীষা দে (Manali Manisha Dey) : যিনি বর্তমানে অভিনয় করছেন বেঙ্গল টপার সিরিয়াল ‘ধূলোকণা’ তে ফুলঝুরির ভূমিকায়। কলকাতার বালিগঞ্জের অক্সফোর্ড হাউজ স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর কাঁকুড়গাছির ‘অমৃত একাডেমি’ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপর আর পড়াশোনা করেননি। অভিনয় জগতে মনোনিবেশ করেছেন।
সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) : জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই এ অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। তাঁর জনপ্রিয়তা দ্বিগুণ। এই অভিনেত্রী বারাসাত গার্লস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এরপর মুক্ত বিশ্ববিদ্যালয় তথা ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক করছেন।
মোহনা মাইতি (Mohana Maiti) : জি বাংলার গৌরী এল ধারাবাহিকে গৌরীর ভূমিকায় অভিনয় করছেন মোহনা মাইতি। বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে মোহনা। সে সবে মাধ্যমিক পাশ করেছে। বর্তমানে একাদশ শ্রেণিতে পাঠরত এই অভিনেত্রী। এটা তার প্রথম ধারাবাহিক।
সোলাঙ্কি রায় (Solanki Roy) : ছোটো পর্দা থেকে বড় পর্দায়, এমনকি ওয়েব দুনিয়াতেও সফল, এত সাফল্য মন্ডিত কেরিয়ার যার তিনি হলেন সোলাঙ্কি রায়। এই অভিনেত্রীকে বর্তমানে দেখা যাচ্ছে গাঁটছড়া তে খড়ির চরিত্রে। এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।