দেখতে দেখতে বছরের সেই সময়টা আসছে যেটার জন্য রীতিমত অপেক্ষায় থাকেন সকল বাঙালি। হ্যাঁ ঠিকই ধরেছেন দুর্গাপুজোর কথাই বলছি। দুর্গাপুজো (Durgapuja) আসতে আর মাত্র দুমাসের কিছুটা বেশি বাকি। আর পুজো মানেই তার আগে মহালয়া (Mahalaya)। যদিও মহালয়া মানে অনেকেই ভোর বেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনীকেই বোঝেন। তবে আজকাল টেলিভিশনের পর্দাতেও মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
কোন চ্যানেলে কাকে দেখা যাবে দেবী দূর্গা হিসাবে এই নিয়ে বেশ কৌতূহল থাকে দর্শকদের মধ্যে। ষ্টার জলসা থেকে জি বাংলা দুই চ্যানেলেই কখনো ফিল্ম ষ্টার তো কখনো সিরিয়ালের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেখা যায় মহিষাসুরমর্দিনী রূপে। তাছাড়া একাধিক তারকাদের দেখা যায় নানান দেবদেবী রূপে। এবছর কাকে দেখা যাবে কোন চ্যানেলে সেই নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে।
যেমনটা জানা যাচ্ছে, ষ্টার জলসার মহালয়ার শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যদি তাই হয় তাহলে এবছরের মহিষাসুরমর্দিনী কে হচ্ছেন সেই খবর পাওয়া যেতে পারে এখনই। সূত্রমতে টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে (Koel Mallick) এবছর দেখা যাবে মহালয়ার সকালে দূর্গা রূপে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুনঃ স্মৃতি ফিরতেই ছক্কা মারল পর্ণা! বাংলার সেরা হল কে? প্রকাশ্যে এসপ্তাহের তোলপাড় করা TRP তালিকা
ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে দেবী দুর্গা রূপে নিজের লুকের আবছা ঝলকও শেয়ার করেছেন কোয়েল। মুহূর্তের মধ্যেই সেই স্টোরি ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে গুঞ্জনমতে জি বাংলায় এবছর আরেক অভিনেত্রী শুভশ্রীকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী রূপে।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালেও দূর্গা হয়েছিল অভিনেত্রী। ২০১৭ সালে ষ্টার জলসার দুর্গতিনাশিনী অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছিল তাঁকে। তারও আগে ২০১৫ সালে জি বাংলায় দূর্গা হয়েছিলেন কোয়েল। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজি ছবিতে।