যুদ্ধ ভূমির প্রেক্ষাপটে দস্যিপনায় ভরা ভালোবাসার গল্প নিয়ে আসছেন একঝাঁক তারকা! রইল প্রোমো

স্টার জলসায় নতুন ধারাবাহিকের রমরমা বাজার চলছে, এই সবেমাত্র শুরু হয়েছে ‘বালিঝড়’। এরই মধ্যে আরও এক ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এল। এতদিন শুধু অ্যানিমেশন দেখা গিয়েছিল,

Saranna

komola o sreeman prithviraj new promo on air

স্টার জলসায় নতুন ধারাবাহিকের রমরমা বাজার চলছে, এই সবেমাত্র শুরু হয়েছে ‘বালিঝড়’। এরই মধ্যে আরও এক ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এল। এতদিন শুধু অ্যানিমেশন দেখা গিয়েছিল, কাস্টিং সম্পর্কে অল্পবিস্তর জানা গিয়েছিল। কিন্তু এবার এল ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ্যে। যা দেখে সকলেই অবাক। কারণ এই নতুন প্রোমো ভিডিওতে দেখা গেল একসাথে অনেকগুলো কলাকুশলী। 

স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে বোনা ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola o Sreeman Prithviraj) ধারাবাহিকে দেখানো হয়েছে, সেই সময়ের কিশোর প্রেমের গল্প। কমলার চরিত্রে থাকছেন অয়না চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। যাকে দেখা গিয়েছিল, ছোট্ট সারদার চরিত্রে । এমনকি দেখা গিয়েছিল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে। এছাড়াও ‘মিনি’ সিনেমাতে এবং করিশ্মা কাপুর অভিনীত ‘ব্রাউন’ ওয়েব সিরিজে তাঁর দেখা মিলেছে।

komola o sreeman prithviraj serial cast

আর পৃথ্বীরাজের ভূমিকায় দেখা যাচ্ছে, সুকৃত সাহা (Sukrit Saha)কে। এর আগে তিনি হইচই-এর ‘শ্রীকান্ত’ সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও দেখা গিয়েছে জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীদের। যাদের বিভিন্ন চরিত্রে নানান সিরিয়ালের পর্দায় দেখা গেছে। সম্প্রতি, স্টার জলসায় শুরু হওয়া ধারাবাহিক ‘বালিঝড়ে’র মতোই এক ঝাঁক তারকা নিয়ে শুরু হতে চলেছে এই নতুন সিরিয়ালটিও। নতুন প্রোমো সামনে আসতেই দেখা পাওয়া গেলো বেশ কিছু জনপ্রিয় মুখের।

komola o sreeman prithviraj new promo

এই ধারাবাহিকে থাকছেন অভিনেতা কুশল চক্রবর্তী, অভিজিৎ গুহ, সুভদ্রা চক্রবর্তী, গীতশ্রী রায়, কৌশিক চক্রবর্তী সহ আরও অনেক কলাকুশলী। প্রোমোতে দেখা যাচ্ছে, কমলার বাবা ব্রিটিশ ভক্ত। রায়বাহাদুর খেতাব পাওয়ার জন্য ব্রিটিশদের তোষামোদ করে চলেন তিনি। যা একেবারেই পছন্দ নয় পৃথ্বীরাজের বাবার। বাংলার যাত্রাপালা দেখতে ইংরেজ ম্যাজিস্ট্রেটকে আমন্ত্রণ জানানো হয়। আর তখনই ইংরেজের চোখে চোখ রেখে কথা বলেন পৃথ্বীরাজ।

আর তা দেখে কমলা মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে, পৃথ্বীরাজের এই সাহস দেখে তার পরিবার সিদ্ধান্ত নেয় পৃথ্বীরাজের বিয়ে দেওয়ার। এরপরই দেখা যায় কমলার সাথে পৃথ্বীরাজের বিয়ে। কীভাবে এটা হল, তার উত্তর মিলবে ধারাবাহিক শুরুর পর। প্রোমো দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ছক বাঁধা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন ভিন্ন স্বাদের সিরিয়াল দারুণ লাগলো’। আর একজন লিখেছেন, ‘কি কিউট কিন্তু ভালো গল্প লোকে দেখেনা যেমন প্রথমা কাদম্বিনী তাই এই সিরিয়ালটিও ভালো টিআরপি পাবে কি না সন্দেহ আছে’। 

× close ad