Kushal Chakraborty : সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ দেখেননি এমন মানুষ খুব কম আছে। সোনার কেল্লার মুকুলকে মনে আছে। এই মুকুল চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হলেন জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Komola O Sreeman Prithviraj) ধারাবাহিকে।
এই ধারাবাহিকে তাঁর অভিনয় যথেষ্ট মন কেড়ে নিয়েছে। মাত্র ৬ বছর বয়স থেকে শুরু হয়েছিল তাঁর অভিনয় যাত্রা। ৬ বছর বয়সে অভিনয় করেন ‘সোনার কেল্লা’-তে মুকুল চরিত্রে। সোনার কেল্লা শেষ করে মাঝে বেশ কয়েক বছর বিরতি নেন। সিভিল ইঞ্জিনিয়ারের পড়াশোনা শেষ করে প্রবেশ করেন চাকরিতে। কিন্তু সে চাকরিতে মন টিকল না। ওই যে একবার অভিষেক হয়ে গেছে অভিনয়ে, তারপর আর কি কারো অন্য কিছুতে মন টেকে।
আবার ফিরে আসেন অভিনয়ে। অভিনয় করেন বহু চলচ্চিত্রে। চলচ্চিত্রে কখনো হিরো হতে পারেননি , এটাই ছিল তাঁর আক্ষেপ। চলচ্চিত্রে তাঁকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। সে সময়ে একটা কাজ করলে পেট চলত না, তাই প্রয়োজনে প্রবেশ করেন ধারাবাহিকে। এই ধারাবাহিক তাঁকে অনেক জনপ্রিয়তা এনে দিয়েছে। ইন্ডাস্ট্রি জীবনেও যেমন সংগ্রাম করে এগিয়েছেন।
ব্যক্তিগত জীবনেও করেছেন সংগ্রাম। একটা দুর্ঘটনাতে কুশলের জীবন শেষ হয়ে যেত, কিন্তু সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী। স্ত্রী না থাকলে তিনি বাঁচতেনই না। তখন দুজনে অবিবাহিত ছিলেন। যে তাঁর প্রাণ বাঁচিয়েছিল তাঁকেই বিয়ে করেন কুশল। ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর সইসাবুদ করে অভিনেত্রী সঞ্চারী মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি।
২০১৫ এর জানুয়ারিতে হয় রিসেপশন। তাদের একটি ছেলেও রয়েছে নাম আহির। স্ত্রী সঞ্চারী মুখোপাধ্যায়ের সূচনা হয় রাজ চক্রবর্তীর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা দিয়ে। এরপর তিনি অভিনয় করেছেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিতে। বর্তমানে কিছু ধারাবাহিকেও অভিনয় করছেন। তিনি সাধারণত প্যারালাল লিডে অভিনয় করেন।