মনের কথা বলতে পারার মত বন্ধু খুঁজে পেলেন কুয়াশা, নতুন অবতারে পর্দায় অভিনেত্রী

বর্তমান সময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ চরিত্ররা জনপ্রিয় হচ্ছেন তা কিন্তু নয়, সব চরিত্রেরই একটা গুরুত্ব আছে। একটা জনপ্রিয়তা আছে। সেটা পার্শ্ব চরিত্র হোক কিংবা খল চরিত্র।

Saranna

kuyasha biswas coming on new serial as a different character

বর্তমান সময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ চরিত্ররা জনপ্রিয় হচ্ছেন তা কিন্তু নয়, সব চরিত্রেরই একটা গুরুত্ব আছে। একটা জনপ্রিয়তা আছে। সেটা পার্শ্ব চরিত্র হোক কিংবা খল চরিত্র। সব চরিত্রের আলাদা মাধুর্য আলাদা জনপ্রিয়তা। প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক রকম ভাবে জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টলি ইন্ডাস্ট্রির তেমনই এক জনপ্রিয় চরিত্র হল দেবিনা। যারা ধারাবাহিক দেখেন তারা সকলেই পরিচিত এই চরিত্রটির সাথে। 

এই চরিত্রটির দেখা মিলেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ তে। এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)। তাঁর অভিনয় সকলকে বেশ আকৃষ্ট করেছে। সকল মানুষের মন ছুঁয়ে গেছে। একেবারে জাঁদরেল খল চরিত্রে দেখা গেছে। তাই ধারাবাহিক শেষ হওয়ার পর এখনও কেউ তাঁকে ভুলতে পারেনি।

aay tobe sohochori actress debina aka kuyasha biswas

এই ধারাবাহিক শেষ হওয়ার পর, তাঁর দেখা মিলেছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়ামে’। সেখানে পার্শ্ব চরিত্রে তাঁর দেখা মিলেছিল । বর্তমানে অভিনয় করছেন কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রামকৃষ্ণা’ তে। এইসব পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর এবার দেখা যাবে মুখ্য চরিত্রে। সবারই ইচ্ছা করে ছোটো থেকে বড় হওয়ার। এই ইচ্ছাকেই পূরণ করতে চলেছেন কুয়াশা। 

জি বাংলায় (Zee Bangla) দেখা গেছে একটি নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও, ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ধারাবাহিকের প্রোমো তে দেখা গিয়েছে মানালি দের কাহিনী। আর তার পাশাপাশি রয়েছে আরও চার নারীর কাহিনী। আর সেই চার নারীর মধ্যে একজন কুয়াশা বিশ্বাস। সম্ভবত প্রথমবার এরকম একটা চরিত্রে অভিনয় করবেন। এই কাজে অভিনেত্রী খুব খুশি।

kuyasha biswas coming on new serial in zee bangla

তাই তো ধারাবাহিকের প্রোমো শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। প্রোমো শেয়ার করে লিখেছেন, ‘আজকালকার দিনে মনের গহীন কথা বলার সুরক্ষিত ঠিকানা তো খুবই কম পাওয়া যায়, কিন্ত আমি পেয়ে গেছি, ঠিক এমনটাই থাকুক বন্ধুত্ব। একে অপররের হাত ধরে এগিয়ে চলা ও একটু push করে এগিয়ে দেওয়া, মনের কথা বলার এমন আশ্রয়ই আমাদের এই নতুন শো ‘কার কাছে কই মনের কথা। কেমন লাগছে আমাদের সকলকে জানাবেন, দেখতে ভুলবেন না’।

× close ad