সিরিয়াল মানেই পরকীয়া আর বহুবিবাহ! লীনা গাঙ্গুলীর এই ৫ সিরিয়ালে দেখানো হয়েছে একাধিক বিয়ে

আমরা যদি একটু অতীতে ফিরে যায়, তাহলে দেখব, এক রাজার দুই রানি ছিল। আবার তার পরে যদি আসি দেখা যাবে, একজন লোকের দুটো-তিনটে স্ত্রী। তবে

Saranna

leena gangopadhyay's these serial has more than one marrige

আমরা যদি একটু অতীতে ফিরে যায়, তাহলে দেখব, এক রাজার দুই রানি ছিল। আবার তার পরে যদি আসি দেখা যাবে, একজন লোকের দুটো-তিনটে স্ত্রী। তবে বর্তমান জীবনে এই প্রচলিত ক্রিয়াকলাপ যে উঠে গেছে একেবারেই তা কিন্তু নয়, কিছু কিছু জায়গায় এখনও অব্যহত রয়েছে। আর সেই সূত্র ধরেই বোধহয়, ধারাবাহিক গুলোতে একাধিক বৌয়ের ঘটনা দেখানো হয়।

দর্শকরা এ অভিযোগ বহু আগেই করেছে, ধারাবাহিক মানেই কূটকাচালিতে পরিপূর্ণ, আর নায়কের দুটো বউ থাকবেই। এমন উদাহরণ অনেক রয়েছে। বিশেষ করে অভিযোগ ওঠে লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) এর ধারাবাহিক নিয়ে, এই তো সম্প্রতি ‘গুড্ডি’ ধারাবাহিক নিয়েই অনেক চর্চা হচ্ছে। সেই সূত্র ধরেই আজ দেখে নেওয়া যাক, লীনা গঙ্গোপাধ্যায়ের কয়েকটি ধারাবাহিকের কথা, যেখানে নায়কের দুটো তিনটে বউ আছেই।

dhulokona

ধুলোকণা (Dhulokona) : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘ধুলোকণা’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন লালন তথা অভিনেতা ইন্দ্রাশিষ রায়, আর তার বিপরীতে রয়েছে ফুলঝুড়ি তথা অভিনেত্রী মানালী দে। গল্প অনুযায়ী লালন ফুলঝুড়িকে ভালোবাসে, কিন্তু ফুলঝুড়ির সাথে বিয়ে না হয়ে, তার বিয়ে হয়ে যায় চড়ুইয়ের সাথে। কিন্তু চড়ুইয়ের ষড়যন্ত্র সব বুঝে যায় লালন, শেষে আবার ফুলঝুড়ির সাথে বিয়ে হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, লালনের সব স্মৃতি শক্তি হারিয়ে গেছে, তার জীবনে এসেছে নতুন নায়িকা তিতির, এবার তার সাথেই বিয়ে হবে লালনের।

guddi

গুড্ডি (Guddi) : এই ধারাবাহিকের কাহিনী শুরু হযেছিল, একটা মেয়ের পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে। ধারাবাহিকের নায়ক অনুজ তথা অভিনেতা রণজয় বিষ্ণু একজন আদর্শ বান পুলিশ, তার আদর্শকে পছন্দ করেন নায়িকা গুড্ডি তথা অভিনেত্রী শ্যামৌপ্তি মৌলি। কিন্তু অনুজ ভালোবাসে শিরিনকে, কিন্তু ঘটনাচক্রে অনুজের সাথে বিয়ে হয় গুড্ডির। বর্তমানে দেখা যাচ্ছে, গুড্ডির সাথে ডিভোর্স হয়েছে অনুজের। এরপর অনুজ বিয়ে করেন শিরিনকে। কিন্তু অনুজ গুড্ডির প্রতি দূর্বল। অনুজ এখন গুড্ডিকে চায়।

sreemoyee

শ্রীময়ী (Sreemoyee) : স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। এই ধারাবাহিকে শ্রীময়ীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার ও তার বিপরীতে অনিন্দ্যর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সুদীপ মুখার্জী। এই ধারাবাহিকে দেখা যায়, শ্রীময়ীর সাথে ডিভোর্স করে অনিন্দ্য বিয়ে করেন জুন আন্টিকে। আবার শ্রীময়ী বিয়ে করেন রোহিত সেনকে। এত বিয়ে দেখে নেটিজেনরা ধারাবাহিকের নাম রেখেছেন ডাবল বিয়ে।

jol nupur

জল নূপুর (Jol Nupur) : ২০১৩ সালের লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা জনপ্রিয় ধারাবাহিক হল জল নূপুর। এই ধারাবাহিকে নীলের ভূমিকায় অভিনয় করেছেন, সৌপ্তিক চক্রবর্তী আর তার বিপরীতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন, লাভলি মৈত্র। কাজল ওড়িশার মেয়ে, তার সাথে আলাপ হয় নীলের। পরবর্তীতে দুজনের বিয়ে হয়। কিন্তু নীলের পরিবার কাজলকে মেনে নেয়নি। যদিও পরে সবাই মেনে নিয়েছিল। কিন্তু নীলের বান্ধবী আরশির জন্য কাজলের বিচ্ছেদ ঘটে। আবার নীলের সাথে আরশির বিয়ে হয়।

ishti kutum

ইষ্টি কুটুম (Ishti Kutum) : ২০১১ সালে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ইষ্টিকুটুম। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অর্চির চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক আর তার বিপরীতে বাহামণির চরিত্রে অভিনয় করছেন রণিতা দাস। গল্প অনুযায়ী, অর্চি একবার সাঁওতালি মেলায় যায়, সেখানে সাঁওতালরা তাঁকে বন্দি করে জোর করে বিয়ে দেয় বাহার সাথে। কিন্তু অর্চি ভালোবাসে কমলিকাকে, সে আবারও বিয়ে করে কমলিকাকে।

× close ad