অরিজিৎ সিংয়ের পাশাপাশি দর্শককে গানে গানে মুগ্ধ করে তুললেন বোন অমৃতা সিংও, রইল তাঁর আসল পরিচয়

দাদার কন্ঠস্বর ছোটো থেকে বড় সকলের প্রিয়। তাঁর গান শুনে আপামর বাঙালী শান্তি অনুভব করেছে। তাঁর গান মানুষের দুঃখের সময়েও শোনে, সুখের সময়েও শোনে, আনন্দের

Saranna

like brother arijit singh, his sister amrita singh has a singing voice

দাদার কন্ঠস্বর ছোটো থেকে বড় সকলের প্রিয়। তাঁর গান শুনে আপামর বাঙালী শান্তি অনুভব করেছে। তাঁর গান মানুষের দুঃখের সময়েও শোনে, সুখের সময়েও শোনে, আনন্দের সময়েও শোনে। তাঁর সুরেলা কন্ঠের এমন জাদু যে আপামর বাঙালিকে সেই জাদুতে মোহিত করে রেখেছে। অন্যদিকে দাদার মত বোনেরও এমনই মিষ্টি কন্ঠস্বর। সেই কন্ঠস্বরের সুরের জাদুতে মোহিত করে রেখেছেন সকল গান প্রিয় মানুষকে। কার কথা বলছি বুঝতে পারছেন না? গায়ক অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিং (Amrita Singh)।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর কন্ঠস্বরে মোহিত গোটা বিশ্ব। তবে তাঁর ব্যক্তিত্বতে, এই সেলিব্রেটির তকমাটা ঠিক খাটেনা। সবসময় মাটির কাছে থাকতেই ভালোবাসেন। মাটির মানুষ তিনি। তাই তো মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি ছেড়ে নিজের গ্রামের পৈতৃক বাড়িতেই থাকতে ভালোবাসেন। তবে অরিজিৎ একা নন, তাঁর বোনও এই সুরেলা মিষ্টি কন্ঠের জাদুকর। আসুন জেনে নিই তাঁর বোনের সম্পর্কে। 

like brother arijit singh, his sister amrita singh has a singing voice1

অরিজিৎ- এর বোন অমৃতা সিং। তাঁর বোনের সাথে তাঁর বয়সের ফারাক মাত্র চার বছরের। অমৃতা  চার বছর আগে থেকেই প্লেব্যাক করতে শুরু করে দিয়েছেন। সে ‘জেনারেশন আমি’ ছবিতে ‘ভুলে যাও’ গান গেয়েছেন। এই গানটি বেশ হিট হয়েছিল। এত মিষ্টি কন্ঠস্বরের অধিকারিনী কে অনেকেই চিনতেন না, সে অরিজিৎ এর বোন বলে। এই ছবি থেকেই তাঁর যাত্রা শুরু। এরপর তিনি বলিউডেও গান করেছেন। ‘হেট স্টোরি ফোর’ ছবিতে জুবিন নটিয়ালের সঙ্গে  ‘তুম মেরে হো’ গানটি গেয়েছিলেন। 


সম্প্রতি ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘বিসমিল্লা’য় ‘তোমাকে দেখেনি’ গানটি গেয়েছেন অমৃতা। এই গানের লিংক শেয়ার করে অরিজিৎ সিং সকল দর্শকদের কাছে আশির্বাদ চেয়েছেন নিজের বোনের জন্য। আর সেই গানের কিছু অংশ সম্প্রতি জি বাংলার ‘সারেগামাপা’র মঞ্চে এসে শুনিয়েছেন অমৃতা। তাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন দর্শকরা। আর সেই মঞ্চেই পরিচালক সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর। 

অমৃতা প্রথম গান শিখেছেন মায়ের কাছে, এরপর তাঁর মা’র গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারির কাছে, গান শেখেন। তারপর কৌশিকী চক্রবর্তীর কাছে তালিম নিয়েছেন। দাদা অরিজিৎ সিংয়ের সাথে গান নিয়ে প্রায়সই আড্ডা চলে। দাদার সঙ্গে একই মঞ্চে গানও গেয়েছেন সে। তাঁর দাদার দেখানো পথ ধরেই এগিয়ে যেতে চান আজীবন। 

উল্লেখ্য, ২০১৭ সালে সে নিলয় মজুমদারকে বিয়ে করেন। স্বামী নিলয়ও সংগীত জগতের লোক। সেও জিয়াগঞ্জের ছেলে। সে একজন সাউন্ড প্রোগ্রামার। যেমন গুণী দাদা তার তেমন গুণী বোন বলছেন দর্শকরা। 

× close ad